গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে রাত হলেই সাপের আতঙ্ক বেড়ে যায়। সম্প্রতি এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং একাধিক ব্যক্তিকে কামড় দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তা ছাড়া কয়েক দিন আগে সাপের কামড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার করমদি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ‘কয়েক দিন আগেও আমাদের করমদী গ্রামে সাপের ছোবলে আকাশ আলী নামের একাদশ শ্রেণির এক ছাত্র মারা গিয়েছে। এই সাপ অত্যন্ত বিষধর। মানুষ দেখলে পালাচ্ছেও না। এ ধরনের সাপ আমরা আগে আর দেখিনি।’
দেবীপুর গ্রামের কাজল আহমেদ বলেন, ‘গতকাল সোমবার রাতেও সাপ মেরেছি। এই সাপ মারার পর আমার ভেতরে এখন সাপ আতঙ্ক বিরাজ করছে। মনে হচ্ছে, সব জায়গায় সাপ। ছেলের বিছানা পর্যন্ত শোয়ার আগে পরিষ্কার করছি। এই সাপ আমি আগে কখনো দেখিনি। কয়েক দিন আগে যে সাপের কামড়ে ছেলেটা মারা গেছে, সেটাও এই সাপ ছিল।’
মো. হৃদয় ইসলাম বলেন, ‘আমাদের বাপ-দাদারা এখনো বিশ্বাস করেন, কবিরাজ-ঝাড়ফুঁক করলে সাপে কাটা রোগী ভালো হয়ে যায়। কিন্তু আসলে এটা ঠিক নয়। সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। সঠিক সময় অ্যান্টিভেনম দিতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। তাই আমাদের কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁকে বিশ্বাস না করাই ভালো।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলফাজ উদ্দিন বলেন, অ্যান্টিভেনম জেলা হাসপাতাল ছাড়া পাওয়া যায় না। এগুলো আসলে উপজেলা পর্যায়ে থাকলে অনেকের সুবিধা হয়, দ্রুত চিকিৎসাটা পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী আজকের পত্রিকাকে বলেন, সাপে কামড়ানোর পর অধিকাংশ মানুষ কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে। এই সুযোগে রোগী মারা যায়। তাই সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিতে হবে। আর অ্যান্টিভেনম জেলা হাসপাতালে পাওয়া যায়। এগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না।

মেহেরপুরের গাংনীতে রাত হলেই সাপের আতঙ্ক বেড়ে যায়। সম্প্রতি এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং একাধিক ব্যক্তিকে কামড় দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তা ছাড়া কয়েক দিন আগে সাপের কামড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার করমদি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ‘কয়েক দিন আগেও আমাদের করমদী গ্রামে সাপের ছোবলে আকাশ আলী নামের একাদশ শ্রেণির এক ছাত্র মারা গিয়েছে। এই সাপ অত্যন্ত বিষধর। মানুষ দেখলে পালাচ্ছেও না। এ ধরনের সাপ আমরা আগে আর দেখিনি।’
দেবীপুর গ্রামের কাজল আহমেদ বলেন, ‘গতকাল সোমবার রাতেও সাপ মেরেছি। এই সাপ মারার পর আমার ভেতরে এখন সাপ আতঙ্ক বিরাজ করছে। মনে হচ্ছে, সব জায়গায় সাপ। ছেলের বিছানা পর্যন্ত শোয়ার আগে পরিষ্কার করছি। এই সাপ আমি আগে কখনো দেখিনি। কয়েক দিন আগে যে সাপের কামড়ে ছেলেটা মারা গেছে, সেটাও এই সাপ ছিল।’
মো. হৃদয় ইসলাম বলেন, ‘আমাদের বাপ-দাদারা এখনো বিশ্বাস করেন, কবিরাজ-ঝাড়ফুঁক করলে সাপে কাটা রোগী ভালো হয়ে যায়। কিন্তু আসলে এটা ঠিক নয়। সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। সঠিক সময় অ্যান্টিভেনম দিতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। তাই আমাদের কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁকে বিশ্বাস না করাই ভালো।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলফাজ উদ্দিন বলেন, অ্যান্টিভেনম জেলা হাসপাতাল ছাড়া পাওয়া যায় না। এগুলো আসলে উপজেলা পর্যায়ে থাকলে অনেকের সুবিধা হয়, দ্রুত চিকিৎসাটা পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী আজকের পত্রিকাকে বলেন, সাপে কামড়ানোর পর অধিকাংশ মানুষ কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে। এই সুযোগে রোগী মারা যায়। তাই সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিতে হবে। আর অ্যান্টিভেনম জেলা হাসপাতালে পাওয়া যায়। এগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে