সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দ্রুতগামী বাস ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংঘর্ষে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা।
পৌর সদরের তুলসীডাঙ্গা সোনিয়া তেল পাম্প সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, কলারোয়া বাসস্ট্যান্ড ছেড়ে আসা বাস (সাতক্ষীরা জ ০৪-০০২৩) এবং সামনের দিক থেকে আসা মাছ বোঝাই মিনি পিকআপের (খুলনা মেট্রো ন ১১-১৮০৭) মাঝখানে একটি মোটরসাইকেল রাস্তা পার হচ্ছিল। মোটরসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে বাস ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত যাত্রী আবুবকর হোসেন বলেন, কলারোয়া বাসস্ট্যান্ড ছেড়ে আসার পরে বাসের গতি বেশি ছিল আবার সামনের দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপের গতিও অনেক বেশি ছিল। হঠাৎ মাঝখান দিয়ে একটি মোটরসাইকেল ক্রস করছিল। মোটরসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কফি হাউসের মালিক শেখ নুরুল আলম বলেন, এই জায়গার রাস্তাটা বাঁকা হওয়ায় দ্রুতগতিতে কোনো যানবাহন ক্রস করলে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। আজও তার ব্যতিক্রম হয়নি। সংঘর্ষে পিকআপ পাশের ঐশী গ্লাস হাউস দোকানের সামনে আছড়ে পড়ে। এতে দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, তুলসীডাঙ্গা এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষে যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা অপু বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে