মাগুরা প্রতিনিধি
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির বিষয়ে তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় চলছে। পুলিশ বলছে, কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। শিশুটির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আগামীকাল রোববার পাওয়ার পর এ ক্ষেত্রে হত্যা মামলা যোগ হতে পারে।
আলোচিত এ ঘটনায় চার আসামি গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন শিশুটির বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুর। ১২ মার্চ চারজনকে বিশেষ নিরাপত্তায় ঢাকায় তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে তাঁদের নমুনা সংগ্রহ করা হয় বলে তখন জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম।
এর মধ্যে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায়। শিশুটির জানাজায় অংশ নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘মামলার তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএনএ ম্যাচিং করা। সেটা খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। এই কাজটি বাংলাদেশ পুলিশের হায়েস্ট প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার)। রেঞ্জের ডিআইজি হিসেবে আমিও মামলার তদন্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছি।’
শিশুটির মা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত বিচার করতে হবে। আমার মনিরে যারা মেরে ফেলিছে তাদের সবার ফাঁসি চাই। আমার একটা মেয়ে মারা গেছে, কিন্তু আমাদের পরিবারটা একেবারে শেষ করে দিয়েছে এই আসামি নামের নরপিশাচরা।’
এ নিয়ে কথা হলে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘আগামীকাল রোববার ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর চলমান নারী ও শিশু নির্যাতন দমন মামলার সঙ্গে হত্যা মামলা যোগ হতে পারে।’ তদন্তের বিষয়ে তিনি আর কিছু না জানিয়ে বলেন, ‘এটা দ্রুত গতিতে আগাচ্ছে।’
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির বিষয়ে তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় চলছে। পুলিশ বলছে, কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। শিশুটির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আগামীকাল রোববার পাওয়ার পর এ ক্ষেত্রে হত্যা মামলা যোগ হতে পারে।
আলোচিত এ ঘটনায় চার আসামি গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন শিশুটির বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুর। ১২ মার্চ চারজনকে বিশেষ নিরাপত্তায় ঢাকায় তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে তাঁদের নমুনা সংগ্রহ করা হয় বলে তখন জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম।
এর মধ্যে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায়। শিশুটির জানাজায় অংশ নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘মামলার তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএনএ ম্যাচিং করা। সেটা খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। এই কাজটি বাংলাদেশ পুলিশের হায়েস্ট প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার)। রেঞ্জের ডিআইজি হিসেবে আমিও মামলার তদন্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছি।’
শিশুটির মা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত বিচার করতে হবে। আমার মনিরে যারা মেরে ফেলিছে তাদের সবার ফাঁসি চাই। আমার একটা মেয়ে মারা গেছে, কিন্তু আমাদের পরিবারটা একেবারে শেষ করে দিয়েছে এই আসামি নামের নরপিশাচরা।’
এ নিয়ে কথা হলে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘আগামীকাল রোববার ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর চলমান নারী ও শিশু নির্যাতন দমন মামলার সঙ্গে হত্যা মামলা যোগ হতে পারে।’ তদন্তের বিষয়ে তিনি আর কিছু না জানিয়ে বলেন, ‘এটা দ্রুত গতিতে আগাচ্ছে।’
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
৭ মিনিট আগেসোনাগাজীতে বিএনপির কর্মী আবুল হাসেমকে (৫০) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডের পর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেবরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক
৪১ মিনিট আগে