চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে