খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন।
কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, এবার কেসিসি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে কেসিসির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটারেরা ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২ কক্ষে ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ দিকে, ভোটকেন্দ্রগুলোতে ২ হাজার ৩১০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। প্রতি বুথের সামনে একটি ও কেন্দ্রের বাইরের অংশে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ওয়ার্ড ভিত্তিক ১ জন) ও ১০ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রতি তিন ওয়ার্ড মিলে একজন) দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া খুলনা মহানগরীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে ৪ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩ হাজার ৭০০ আনসার সদস্য, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে