বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলসংলগ্ন সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লা ফেলে যান। দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এই সড়কের দুই পাশে পুরোনো পুলিশ লাইনস, পুলিশ লাইনস স্কুল ও বিদ্যুৎ অফিস থাকায় এখানে মানুষের চলাচলও বেশি। দীর্ঘদিন ধরে ভোগান্তির পরও সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
বক্তারা আরও জানান, আগেও এই সমস্যা সমাধানে কর্মসূচি পালন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাতে সুফল মেলেনি। মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধ না হলে তাঁরা ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলে প্রতিবাদ করবেন।

বক্তব্য দেন শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটি পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। শিক্ষার্থীরা আপত্তি করায় পরিচ্ছন্নতাকর্মীদের ওই এলাকায় বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে।

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলসংলগ্ন সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লা ফেলে যান। দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এই সড়কের দুই পাশে পুরোনো পুলিশ লাইনস, পুলিশ লাইনস স্কুল ও বিদ্যুৎ অফিস থাকায় এখানে মানুষের চলাচলও বেশি। দীর্ঘদিন ধরে ভোগান্তির পরও সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
বক্তারা আরও জানান, আগেও এই সমস্যা সমাধানে কর্মসূচি পালন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাতে সুফল মেলেনি। মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধ না হলে তাঁরা ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলে প্রতিবাদ করবেন।

বক্তব্য দেন শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটি পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। শিক্ষার্থীরা আপত্তি করায় পরিচ্ছন্নতাকর্মীদের ওই এলাকায় বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে