যশোর প্রতিনিধি

যশোর জেলায় এ বছর ৬৯৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার ২৫টি মণ্ডপ বেড়েছে। একই সঙ্গে নির্বিঘ্নে উৎসব আয়োজনের জন্য এসব মণ্ডপে থাকবে প্রশাসনের কড়া নজরদারি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার এবং সাদা পোশাকেও মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু বলেন, চলতি বছর যশোর জেলায় ৬৯৮টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৪৫টি, ঝিকরগাছায় ৫৫টি, শার্শায় ২৯টি, চৌগাছায় ৪৮টি, কেশবপুরে ৯৮টি, মনিরামপুরে ১০৩টি, অভয়নগরে ১২৬টি ও বাঘারপাড়া উপজেলায় ৯৪টি মণ্ডপ রয়েছে।
অসীম কুন্ডু আরও বলেন, সরকারনির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করার জন্য পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর সাম্প্রদায়িক সম্প্রতির জেলা। এ জেলায় কোনো উৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে। এ ছাড়া মন্দিরের স্থানীয় কমিটির নিজস্ব গাইডলাইন মেনেই উৎসব পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, `করোনা আমাদের স্বাভাবিক জীবনযাপনে অনেকটাই পরিবর্তন এনেছে। করোনায় বিভিন্ন উৎসবে কিছুটা ভাটা পড়লেও স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি মণ্ডপে পূজা-অর্চনা করতে হবে। সরকারিভাবে এখনো পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা না দিলেও প্রতিটি মণ্ডপে করোনার সব স্বাস্থ্যবিধি মানতে কমিটিকেই কাজ করতে হবে। তা ছাড়া নতুন কোনো নির্দেশনা এলে সেগুলোও মেনে চলতে হবে।

যশোর জেলায় এ বছর ৬৯৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার ২৫টি মণ্ডপ বেড়েছে। একই সঙ্গে নির্বিঘ্নে উৎসব আয়োজনের জন্য এসব মণ্ডপে থাকবে প্রশাসনের কড়া নজরদারি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার এবং সাদা পোশাকেও মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু বলেন, চলতি বছর যশোর জেলায় ৬৯৮টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৪৫টি, ঝিকরগাছায় ৫৫টি, শার্শায় ২৯টি, চৌগাছায় ৪৮টি, কেশবপুরে ৯৮টি, মনিরামপুরে ১০৩টি, অভয়নগরে ১২৬টি ও বাঘারপাড়া উপজেলায় ৯৪টি মণ্ডপ রয়েছে।
অসীম কুন্ডু আরও বলেন, সরকারনির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করার জন্য পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর সাম্প্রদায়িক সম্প্রতির জেলা। এ জেলায় কোনো উৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে। এ ছাড়া মন্দিরের স্থানীয় কমিটির নিজস্ব গাইডলাইন মেনেই উৎসব পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, `করোনা আমাদের স্বাভাবিক জীবনযাপনে অনেকটাই পরিবর্তন এনেছে। করোনায় বিভিন্ন উৎসবে কিছুটা ভাটা পড়লেও স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি মণ্ডপে পূজা-অর্চনা করতে হবে। সরকারিভাবে এখনো পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা না দিলেও প্রতিটি মণ্ডপে করোনার সব স্বাস্থ্যবিধি মানতে কমিটিকেই কাজ করতে হবে। তা ছাড়া নতুন কোনো নির্দেশনা এলে সেগুলোও মেনে চলতে হবে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৩ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে