নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে