নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৯ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে