নড়াইল প্রতিনিধ
নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিঙ্গিয়া বাজার থেকে দুই যাত্রী নিয়ে মাইজপাড়ার দিকে যান। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন সকালে রোহানের বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশে জমি থেকে পুলিশ রোহানের মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। অপর আসামি মো. মাসুদ রানা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।
নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিঙ্গিয়া বাজার থেকে দুই যাত্রী নিয়ে মাইজপাড়ার দিকে যান। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন সকালে রোহানের বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশে জমি থেকে পুলিশ রোহানের মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। অপর আসামি মো. মাসুদ রানা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ধ্বংস ঠেকানো যাচ্ছে না। ঈদের ছুটিতে বেশ কয়েকটি ভবন ভাঙা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কিছু স্থাপনা ভাঙার কাজ স্থগিত হয়েছে। সাধারণত ছুটির সময়গুলোতে ভবন ভাঙার কাজ করা হয়ে থাকে। কারণ এ সময় অফিস বন্ধ থাকে, তদারকিও কম থাকে।
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এটি এ জেলার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল। তবে এই ভরসার জায়গায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। প্রতিষ্ঠার ৪১ বছর পার হলেও ২০২৫ সালে এসে মাত্র ৪১ জন চিকিৎসক দিয়ে ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম।
৪ ঘণ্টা আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) তালিকায় দুস্থদের বাদ দিয়ে সচ্ছলদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল পায়নি দুস্থরা। ঈদুল আজহার আগের দিন ভিজিএফের চাল বিতরণ শেষ করা হয়।
৪ ঘণ্টা আগেপ্রতিবছর ভাঙনে সংকুচিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এ বছর বর্ষার শুরুতে ভাঙনের কবলে পড়েছে সৈকতের সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত ঝাউবাগান। গত ১৫ দিনে কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সৈকততীরের দৃষ্টিনন্দন ঝাউবন সাগরে বিলীন হয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে