Ajker Patrika

নড়াইলে ইজিবাইকচালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধ
আপডেট : ১৯ মে ২০২৫, ২৩: ৪৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিঙ্গিয়া বাজার থেকে দুই যাত্রী নিয়ে মাইজপাড়ার দিকে যান। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন সকালে রোহানের বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি করার দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশে জমি থেকে পুলিশ রোহানের মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। অপর আসামি মো. মাসুদ রানা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত