Ajker Patrika

নেকাব না খোলায় ছাত্রীর ভাইভা নেয়নি বোর্ড

ইবি প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৭
নেকাব না খোলায় ছাত্রীর ভাইভা নেয়নি বোর্ড

নেকাব না খোলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভাইভা নেওয়া হয়নি। গত ১৩ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘সেদিন সবার ভাইভা নিলেও আমার ভাইভা গ্রহণ করা হয়নি।’

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা বলেন, ‘ভাইভা বোর্ডে আমরা তাঁকে বলেছিলাম, সে যে আমাদের স্টুডেন্ট তা প্রমাণ করার জন্য; কিন্তু সে প্রমাণ করতে পারেনি।’

বিভাগীয় শিক্ষক ও ভাইভা বোর্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা তাকে ভাইভায় নেকাব খোলার জন্য অনুরোধ করেছিলাম। সে রাজি না হওয়ায় পরীক্ষা কমিটির সভাপতির নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে তাঁকে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া হয়।’ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ধর্মীয় বিষয়ে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত