শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে টহল ফাঁড়ির আঙিনায় এসে পড়েছিল দুটি বাঘ। এই নিয়ে ২০ ঘণ্টা শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী।
গতকাল শুক্রবার বেলা ২টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে বাঘ দুটি অবস্থান করে। এরপর গভীর বনে ফিরে যায়।
এ নিয়ে মোবাইল ফোনে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত ফরেস্টার শেখ ফারুক আহমেদ বলেন, ‘গতকাল (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। এর বাঘ দুটি পানি পান করে পুকুর পাড়ে গড়াগড়ি শুরু করে। ফাঁড়ির আঙিনায় গড়াগড়ি, খুনসুটি ও ছোটাছুটি করে সারা বিকেল পার করে।
গর্জন শুনে টহল ফাঁড়ির অফিস থেকে বের হতে গিয়ে আঙিনায় জোড়া বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাঁচ বনরক্ষী। সন্ধ্যার পর বাঘ দুটি বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরের নিচে এসে অবস্থান নেয়। আজ খুব সকালে বাঘ দুটি আবার পুকুর পাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বাঘ দুটি বনে ফিরে যায়।
ফরেস্টার শেখ ফারুক বলেন, ‘টহল ফাঁড়ির আঙিনায় জোড়া বাঘ থাকায় দীর্ঘ সময় ধরে বনরক্ষীরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন। সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। বাঘ দুটি সঙ্গম করতেও এসে থাকতে পারে।’
এ নিয়ে জানতে চাইলে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ‘সুন্দরবনে ২৫ থেকে ৩০ বছর চাকরি করেও একটি বাঘ চোখে পড়ে না। সেখানে চান্দেশ্বর টহল ফাঁড়িতে এক সঙ্গে জোড়া বাঘ দেখা একটি বিরল ঘটনা।’

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে টহল ফাঁড়ির আঙিনায় এসে পড়েছিল দুটি বাঘ। এই নিয়ে ২০ ঘণ্টা শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী।
গতকাল শুক্রবার বেলা ২টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে বাঘ দুটি অবস্থান করে। এরপর গভীর বনে ফিরে যায়।
এ নিয়ে মোবাইল ফোনে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত ফরেস্টার শেখ ফারুক আহমেদ বলেন, ‘গতকাল (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। এর বাঘ দুটি পানি পান করে পুকুর পাড়ে গড়াগড়ি শুরু করে। ফাঁড়ির আঙিনায় গড়াগড়ি, খুনসুটি ও ছোটাছুটি করে সারা বিকেল পার করে।
গর্জন শুনে টহল ফাঁড়ির অফিস থেকে বের হতে গিয়ে আঙিনায় জোড়া বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাঁচ বনরক্ষী। সন্ধ্যার পর বাঘ দুটি বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরের নিচে এসে অবস্থান নেয়। আজ খুব সকালে বাঘ দুটি আবার পুকুর পাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বাঘ দুটি বনে ফিরে যায়।
ফরেস্টার শেখ ফারুক বলেন, ‘টহল ফাঁড়ির আঙিনায় জোড়া বাঘ থাকায় দীর্ঘ সময় ধরে বনরক্ষীরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন। সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। বাঘ দুটি সঙ্গম করতেও এসে থাকতে পারে।’
এ নিয়ে জানতে চাইলে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ‘সুন্দরবনে ২৫ থেকে ৩০ বছর চাকরি করেও একটি বাঘ চোখে পড়ে না। সেখানে চান্দেশ্বর টহল ফাঁড়িতে এক সঙ্গে জোড়া বাঘ দেখা একটি বিরল ঘটনা।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৮ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে