Ajker Patrika

গাংনীতে পেঁয়াজ চাষে স্বপ্ন বুনছেন চাষি

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৩
গাংনীতে পেঁয়াজ চাষে স্বপ্ন বুনছেন চাষি

মেহেরপুরের গাংনী উপজেলায় অনেক কৃষকই পেঁয়াজ চাষ করেছেন। বাড়ির পাশের পতিত জমি, পুকুরেরপাড় ও ফসলি জমিতে তাঁরা চাষ করেছেন পেঁয়াজ। আর্থিকভাবে লাভবান হওয়ায় দিনে দিনে বাড়ছে পেঁয়াজের চাষ। এবারও ভালো লাভের আশা করছেন চাষিরা। 

উপজেলায় একাধিক পেঁয়াজ চাষির সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষ করে বেশি লাভ পাওয়া যায়। কারণ চারা রোপণের ৩ মাসের মধ্যে তোলা যায়। তা ছাড়া পেঁয়াজ চাষের সঙ্গে সাথি ফসল হিসেবে অন্যান্য ফসলও আবাদ করতে পারেন চাষিরা। 

মটমুড়া মাঠের পেঁয়াজচাষি ইকবাল আহমেদ বলেন, ‘এ বছর আমি চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এক বিঘা জমিতে পেঁয়াজের চারা লাগে সাত-আট মণ। আর পেঁয়াজের বীজ ৪ হাজার টাকা মণ। ভালো দাম পেলে আশা করি লাভ হবে। তা ছাড়া পেঁয়াজে পোকার আক্রমণ থাকে। তাই আগে থেকেই কীটনাশক স্প্রে করছি।’ 

মোহাম্মদপুর মাঠের পেঁয়াজচাষি মো. আসাদ আলী বলেন, ‘আমার প্রায় চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। জমিতে পানি দেওয়া আছে। এখন হালকা বৃষ্টি হচ্ছে। খুব টেনশনে রয়েছি। এভাবে বৃষ্টি হতে থাকলে পেঁয়াজ কিছুটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ চাষে খরচও অনেক। কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী কীটনাশক ও সার প্রয়োগ করছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি দুই জাতের পেঁয়াজ চাষ করছি। জমি প্রস্তুত করা থেকে তোলা পর্যন্ত পেঁয়াজে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হলে আল্লাহর রহমতে বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা লাভ হবে।’ 

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৮৮১ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৮৭০ হেক্টর জমিতে। আর গাংনী কৃষি অফিস পেঁয়াজচাষিদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, যে বৃষ্টি হচ্ছে এতে পেঁয়াজের কোনো ক্ষতি হবে না। আশা করছি পেঁয়াজ চাষিরা ভালো লাভ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত