খুবি প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ১৭ জন শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, 'সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আজ দাবি জানাচ্ছি আর যেন সড়কে একটিও প্রাণ না ঝরে। বাংলাদেশ সরকারের নিকট অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।'
এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সবার জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনো যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপর কোনো দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।'
কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাধন মণ্ডল বলেন, 'সারা দেশব্যপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমাদের দেশের রাজপথে শিক্ষার্থীদের স্বপ্ন ঝরে যাচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত নিরসন চাই।'
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের অকাতরে প্রাণ ঝরে যায় শুধু কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে। শিক্ষার্থীরা যে ৯টি দাবি জানিয়েছে সেগুলো যৌক্তিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলছি এখন অনেক কিছু নিয়েই খেলা চলছে। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। জনসাধারণকে ক্ষিপ্ত করবেন না। আমাদের “প্রাণ”-এর দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ১৭ জন শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, 'সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আজ দাবি জানাচ্ছি আর যেন সড়কে একটিও প্রাণ না ঝরে। বাংলাদেশ সরকারের নিকট অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।'
এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সবার জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনো যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপর কোনো দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।'
কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাধন মণ্ডল বলেন, 'সারা দেশব্যপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমাদের দেশের রাজপথে শিক্ষার্থীদের স্বপ্ন ঝরে যাচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত নিরসন চাই।'
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের অকাতরে প্রাণ ঝরে যায় শুধু কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে। শিক্ষার্থীরা যে ৯টি দাবি জানিয়েছে সেগুলো যৌক্তিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলছি এখন অনেক কিছু নিয়েই খেলা চলছে। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। জনসাধারণকে ক্ষিপ্ত করবেন না। আমাদের “প্রাণ”-এর দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২১ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৬ মিনিট আগে