
চুয়াডাঙ্গার জীবননগরে তিন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে এসব জরিমানা করা হয়।
জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজ জীবননগরে অভিযান পরিচালনা করা হয়।’
সজল আহম্মেদ বলেন, ‘অভিযানে জীবননগর হাসপাতালে রোডে অংকন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও মেডিসিন পাওয়া যায়, ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাছ, মাংস, দুধ ইত্যাদি সংরক্ষণ করা, এমবিবিএস চিকিৎসক ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত অন্যদের দিয়ে আলট্রাসনোগ্রাফি ও এক্স-রে করানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
সজল আহম্মেদ আরও বলেন, ‘মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও বিভিন্ন মেডিসিন পাওয়া যায়। আর ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত টেস্ট করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স লাইফ কেয়ার ডক্টরস চেম্বারে অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রোকিনুজ্জামান তাসিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।’
অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান। সহযোগিতা করেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকতের নেতৃত্বে পুলিশের একটি দল।

চুয়াডাঙ্গার জীবননগরে তিন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে এসব জরিমানা করা হয়।
জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজ জীবননগরে অভিযান পরিচালনা করা হয়।’
সজল আহম্মেদ বলেন, ‘অভিযানে জীবননগর হাসপাতালে রোডে অংকন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও মেডিসিন পাওয়া যায়, ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাছ, মাংস, দুধ ইত্যাদি সংরক্ষণ করা, এমবিবিএস চিকিৎসক ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত অন্যদের দিয়ে আলট্রাসনোগ্রাফি ও এক্স-রে করানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
সজল আহম্মেদ আরও বলেন, ‘মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও বিভিন্ন মেডিসিন পাওয়া যায়। আর ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত টেস্ট করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স লাইফ কেয়ার ডক্টরস চেম্বারে অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রোকিনুজ্জামান তাসিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।’
অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান। সহযোগিতা করেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকতের নেতৃত্বে পুলিশের একটি দল।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে