কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এখন নির্বাচন ও সরকার অদলবদল নিয়ে মাতামাতি করার সময় নয়। এখন সংকট মোকাবিলা করার সময়। সরকার সে কাজটিই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান নয়, এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।’
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
‘সরকার নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘এমন কোনো লক্ষণ নেই। আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। সব দলকে অংশ নিতে হবে। যারা অংশ নেবে না, তারা আসলে চক্রান্তের রাজনীতি করে। যারা সমালোচনা করছেন, তারা তো অতীতে ক্ষমতায় ছিলেন; তারা কেউ ফেরেশতা নন, তাদের কাছে কোনো জাদুর কাঠিও নেই। তারা ক্ষমতার পেছনে ছুটছেন, কিন্তু জনগণের দুর্ভোগের ধার ধারেন না।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘আমি আশা করি, শেখ হাসিনা যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন, সেভাবে এ সংকট মোকাবিলা করে জনগণকে স্বস্তি দেবেন।’
সরকার এ মুহূর্তে বৈশ্বিক সংকট মোকাবিলা করায় মনোযোগ দিয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চলছে। জনগণের এ কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সংকটকালে আমরা আশা করেছিলাম, যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদলবদলের হুংকার দিচ্ছে, তারা সংকট মোকাবিলায় একটি গঠনমূলক প্রস্তাব দেবে। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দুঃখজনক।’
এ সময় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন হাসানুল হক ইনু। সেখানে চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভিন্ন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. পীযূষ কুমার সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এখন নির্বাচন ও সরকার অদলবদল নিয়ে মাতামাতি করার সময় নয়। এখন সংকট মোকাবিলা করার সময়। সরকার সে কাজটিই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান নয়, এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।’
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
‘সরকার নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘এমন কোনো লক্ষণ নেই। আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। সব দলকে অংশ নিতে হবে। যারা অংশ নেবে না, তারা আসলে চক্রান্তের রাজনীতি করে। যারা সমালোচনা করছেন, তারা তো অতীতে ক্ষমতায় ছিলেন; তারা কেউ ফেরেশতা নন, তাদের কাছে কোনো জাদুর কাঠিও নেই। তারা ক্ষমতার পেছনে ছুটছেন, কিন্তু জনগণের দুর্ভোগের ধার ধারেন না।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘আমি আশা করি, শেখ হাসিনা যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন, সেভাবে এ সংকট মোকাবিলা করে জনগণকে স্বস্তি দেবেন।’
সরকার এ মুহূর্তে বৈশ্বিক সংকট মোকাবিলা করায় মনোযোগ দিয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চলছে। জনগণের এ কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সংকটকালে আমরা আশা করেছিলাম, যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদলবদলের হুংকার দিচ্ছে, তারা সংকট মোকাবিলায় একটি গঠনমূলক প্রস্তাব দেবে। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দুঃখজনক।’
এ সময় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন হাসানুল হক ইনু। সেখানে চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভিন্ন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. পীযূষ কুমার সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৯ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১২ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে