কারফিউর কারণে যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় খুলনার আড়তগুলোতে হাজার হাজার মণ আম পচে যাচ্ছে। কেনা দামে বিক্রির উদ্যোগ নিলেও ক্রেতা পাচ্ছেন না আড়তদারেরা। ফলে ব্যাপক আর্থিক সংকটে পড়তে যাচ্ছেন বলে তাঁরা জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ফলের মোকাম খুলনার বড় বাজার। এই বাজারের কদমতলা মোড় থেকে কালীবাড়ি মন্দির মোড় পর্যন্ত নদীর পারে রয়েছে অনেক আড়ত। সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির আম আসে। খুলনার আশপাশের জেলা-উপজেলার অঞ্চলের ব্যবসায়ীরা এ মোকামের প্রধান ক্রেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, বড় বাজারে ১৭০টি ফলের আড়ত রয়েছে। এর মধ্যে ৪০টি আড়ত এখন আমের ব্যবসা করছে। এ ছাড়া অন্যান্য আড়ত পচনশীল মৌসুমি ফলের ব্যবসাসহ পেঁয়াজ, রসুন, আলুর ব্যবসা করছে।
আড়তদারেরা জানান, খুলনার বড় বাজারে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৯-১০ হাজার মণ আম বিক্রি হতো। পাঁচ দিন ধরে বিক্রি কম। তা ছাড়া, চার দিন ধরে কারফিউর কারণে বিক্রি শূন্যের কোঠায় নেমে গেছে। ফলে মজুত প্রায় ২০ হাজার মণ আমে পচন ধরেছে। পচন ধরা আম ফেলে দিতে হচ্ছে।
খুলনা কাঁচা ও পাকা মাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মোহাম্মদের বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম পাটোয়ারী মানিক বলেন, আড়তে দেড় হাজার মণ অবিক্রীত অবস্থায় পড়ে পচন ধরেছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে