ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে গত তিন সপ্তাহে ৫টি গরু ও ২টি ছাগল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে। বাকিগুলোর অবস্থা সংকটাপন্ন বলে প্রাণিসম্পদ অফিস থেকে জানা গেছে। একই সময় ১০ জন ব্যক্তি কুকুরের কামড়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হিসেবে কুকুরের আক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বেশি।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা সংলগ্ন আট্টাকা গ্রামের মো. খোকনের গৃহপালিত গরু এবং জাকির হোসেনের একটি বিদেশি গাভি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রাম দোহাজারী, মানসা ও জাড়িয়ায় পাগলা এলাকায় কুকুরের আক্রমণে আহত গরুগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরেও জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় কুকুরের উপদ্রব বেড়েছে। ছাগল-গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে গেলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। মাঝে মাঝে কুকুরগুলো বাড়ি ঢুকে যাকে পাচ্ছে কামড়ে দিচ্ছে।
ফকিরহাট পল্লী পশুচিকিৎসক খান মাহমুদ আরিফুল হক ও রবিউল আউয়াল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কুকুরের কামড়ে আহত পশুর কথা জানতে পারছি। এমন ঘটনায় কুকুর নিধন ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, ফকিরহাট হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকার মজুত নেই। যারা ফার্মেসি থেকে টিকা কিনে আনেন, হাসপাতালে তাঁদের ওই টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কুকুরের কামড়ে আহত অনেকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার বলেন, কিছুদিন ধরে লোকজন কুকুরের কামড়ে আহত পশুর চিকিৎসার জন্য এখানে যোগাযোগ করছেন। তবে একবার জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে ওই পশুকে বাঁচানো অসম্ভব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, মাসিক সমন্বয় সভায় কুকুর নিধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাটে শিশু ও বৃদ্ধদের চলাচলের সময় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাগেরহাটের ফকিরহাটে গত তিন সপ্তাহে ৫টি গরু ও ২টি ছাগল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে। বাকিগুলোর অবস্থা সংকটাপন্ন বলে প্রাণিসম্পদ অফিস থেকে জানা গেছে। একই সময় ১০ জন ব্যক্তি কুকুরের কামড়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হিসেবে কুকুরের আক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বেশি।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা সংলগ্ন আট্টাকা গ্রামের মো. খোকনের গৃহপালিত গরু এবং জাকির হোসেনের একটি বিদেশি গাভি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রাম দোহাজারী, মানসা ও জাড়িয়ায় পাগলা এলাকায় কুকুরের আক্রমণে আহত গরুগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরেও জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় কুকুরের উপদ্রব বেড়েছে। ছাগল-গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে গেলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। মাঝে মাঝে কুকুরগুলো বাড়ি ঢুকে যাকে পাচ্ছে কামড়ে দিচ্ছে।
ফকিরহাট পল্লী পশুচিকিৎসক খান মাহমুদ আরিফুল হক ও রবিউল আউয়াল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কুকুরের কামড়ে আহত পশুর কথা জানতে পারছি। এমন ঘটনায় কুকুর নিধন ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, ফকিরহাট হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকার মজুত নেই। যারা ফার্মেসি থেকে টিকা কিনে আনেন, হাসপাতালে তাঁদের ওই টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কুকুরের কামড়ে আহত অনেকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার বলেন, কিছুদিন ধরে লোকজন কুকুরের কামড়ে আহত পশুর চিকিৎসার জন্য এখানে যোগাযোগ করছেন। তবে একবার জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে ওই পশুকে বাঁচানো অসম্ভব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, মাসিক সমন্বয় সভায় কুকুর নিধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাটে শিশু ও বৃদ্ধদের চলাচলের সময় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
২৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
১ ঘণ্টা আগে