
যশোরের মনিরামপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা ওই পুলিশ সদস্যের বৃদ্ধা মা গীতা চক্রবর্তীকে (৭৫) মারধর করে আহত করে তারা। আহত বৃদ্ধা বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা ঘরে থাকা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে বলে দাবি করেছেন ওই পুলিশ সদস্য।
ওই পুলিশ সদস্যের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি সাতক্ষীরা কোট পুলিশে কর্মরত। বিশ্বজিতের স্ত্রী পুলিশের উপপরিদর্শক। তিনিও সাতক্ষীরায় কর্মরত।
আহত বৃদ্ধার প্রতিবেশী সুদ্বীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা একা বাড়িতে থাকেন। আজ শনিবার সকালে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর পুলিশ ছেলে আমাকে ফোন করেন। পরে আমরা গিয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখি ঘরের জানালা ভাঙা। ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখি, ঘরের জিনিসপত্র তছনছ করা। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এরপর আমরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে পুলিশ সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা দুই ভাই কাজের সুবাদে বাইরে থাকি। বাবা মারা যাওয়ায় মা একা গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত কোনো একসময় ঘরের দক্ষিণ পাশের গ্রিল কেটে দুজন লোক ঘরে ঢোকে। বাকিরা বাইরে ছিল। এ সময় মা চিৎকার দিতে গেলে ওরা মাকে গলা টিপে ধরে মারধর করে। তখন মায়ের নাক-মুখ দিয়ে রক্ত ওঠে। ওরা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’
বিশ্বজিৎ আরও বলেন, ‘আমি মায়ের কাছে হাসপাতালে আছি। এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত নিইনি। রাতে সিদ্ধান্ত নেব। মা কিছুটা ভালো আছেন। তাঁকে সাতক্ষীরা আমার কাছে নিয়ে চিকিৎসা দিতে চাচ্ছি।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

যশোরের মনিরামপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা ওই পুলিশ সদস্যের বৃদ্ধা মা গীতা চক্রবর্তীকে (৭৫) মারধর করে আহত করে তারা। আহত বৃদ্ধা বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা ঘরে থাকা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে বলে দাবি করেছেন ওই পুলিশ সদস্য।
ওই পুলিশ সদস্যের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি সাতক্ষীরা কোট পুলিশে কর্মরত। বিশ্বজিতের স্ত্রী পুলিশের উপপরিদর্শক। তিনিও সাতক্ষীরায় কর্মরত।
আহত বৃদ্ধার প্রতিবেশী সুদ্বীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা একা বাড়িতে থাকেন। আজ শনিবার সকালে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর পুলিশ ছেলে আমাকে ফোন করেন। পরে আমরা গিয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখি ঘরের জানালা ভাঙা। ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখি, ঘরের জিনিসপত্র তছনছ করা। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এরপর আমরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে পুলিশ সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা দুই ভাই কাজের সুবাদে বাইরে থাকি। বাবা মারা যাওয়ায় মা একা গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত কোনো একসময় ঘরের দক্ষিণ পাশের গ্রিল কেটে দুজন লোক ঘরে ঢোকে। বাকিরা বাইরে ছিল। এ সময় মা চিৎকার দিতে গেলে ওরা মাকে গলা টিপে ধরে মারধর করে। তখন মায়ের নাক-মুখ দিয়ে রক্ত ওঠে। ওরা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’
বিশ্বজিৎ আরও বলেন, ‘আমি মায়ের কাছে হাসপাতালে আছি। এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত নিইনি। রাতে সিদ্ধান্ত নেব। মা কিছুটা ভালো আছেন। তাঁকে সাতক্ষীরা আমার কাছে নিয়ে চিকিৎসা দিতে চাচ্ছি।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে