
সাতক্ষীরার শ্যামনগর থানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। লুটপাট শেষে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা থানা এলাকা ছেড়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে হামলাকারীদের আক্রমণের মুখে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কিছুসংখ্যক গ্রামবাসীর সহায়তায় থানা কম্পাউন্ডের পেছনের দেয়াল টপকে নিরাপদ আশ্রয়ে চলে যায় পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগের খবরে বিকেল ৪টার পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে লোকজন শ্যামনগর সদরে পৌঁছান। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও জামায়াতের লোকজন উপজেলা সদরে একাধিক মিছিল ও পথসভা করে। মিছিল শেষে আন্দোলনকারীরা চলে যাওয়ার পর একদল দুর্বৃত্ত শ্যামনগর থানা কম্পাউন্ডে ঢুকে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে আগুন থানা ভবনের কাছে পৌঁছে গেলে তারা ভবনে ঢুকে হামলার চেষ্টা করলে পুলিশ সদস্যরা পেছনের দেয়াল টপকে বাইরে চলে যান। এ সময় অনেকে থানা ভবনে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করেন।
স্থানীয়রা আরও জানান, দুর্বৃত্তরা প্রতিটি কক্ষে ঢুকে কাগজপত্রে অগ্নিসংযোগসহ থানা ভবনসংলগ্ন ওসির বাসভবন ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিভিন্ন জিনিসপত্র লুটের সঙ্গে সঙ্গে প্রতিটি কক্ষে অগ্নিসংযোগ করে। সাংবাদিকেরা ভিডিও ধারণসহ ছবি তোলার চেষ্টা করলে তাঁদের কয়েকজনকে মারধর করা হয়।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ছাত্ররা মিছিল শেষে উপজেলা সদর ছেড়ে গেলেও কিছু দুর্বৃত্ত থানায় আগুন লাগিয়ে দেয়। এ সময় বের হওয়ার চেষ্টা করলে ইট-পাটকেল নিক্ষেপের কারণে তাঁরা পেছনের দিক দিয়ে কম্পাউন্ড ছেড়ে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। অস্ত্র লুটসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সময় লাগবে।
এদিকে আন্দোলনকারীরা রোববার বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগ অফিস, সাবেক ছাত্রলীগ সভাপতি হাফিজ সরদারসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা উপজেলা প্রেসক্লাবে হামলা চালানোরও চেষ্টা করে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে