বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আনারুল আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন। পরে অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক আহত অবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
আনারুল পৌর শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নিহত ব্যক্তির ভাতিজা মুরাদ শেখ দাবি করে বলেন, ‘তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। সকালে কালামের আত্মীয় সোহেল হাওলাদার ও তাঁর ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে সাত-আটজন আমাদের বাড়িতে এসে ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যান।’ দুপুরে বাচ্চু গিয়ে দেখেন কালাম ঘের থেকে মাছ ধরছেন। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাচ্চু তাঁর ভাই আনারুলকে মোবাইলে ফোন করে ঘেরে যেতে বলেন। তিনি ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসার সময় সোহেল, রাখা, গণেশসহ সাত-আটজন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
আনারুলের ছেলে জিসান শেখ বলেন, ‘যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাগেরহাটে মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আনারুল আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন। পরে অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক আহত অবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
আনারুল পৌর শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নিহত ব্যক্তির ভাতিজা মুরাদ শেখ দাবি করে বলেন, ‘তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। সকালে কালামের আত্মীয় সোহেল হাওলাদার ও তাঁর ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে সাত-আটজন আমাদের বাড়িতে এসে ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যান।’ দুপুরে বাচ্চু গিয়ে দেখেন কালাম ঘের থেকে মাছ ধরছেন। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাচ্চু তাঁর ভাই আনারুলকে মোবাইলে ফোন করে ঘেরে যেতে বলেন। তিনি ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসার সময় সোহেল, রাখা, গণেশসহ সাত-আটজন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
আনারুলের ছেলে জিসান শেখ বলেন, ‘যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে