যশোর প্রতিনিধি

যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’

যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে