যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে প্রকৌশলী আবু সুফিয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল উপজেলার খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতন ব্যক্তিদের বিচারের দাবিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১৫ ঠিকাদার। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় না আনলে তাঁরা কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
অভিযোগে বলা হয়, খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে জানালার নিচে কিছু জায়গায় নিম্নমানের জিনিসপত্র ও রডের জায়গায় বাঁশের চটা দিয়ে ঢালাই কাজ হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলজিইডির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তদন্তে যান উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান। পরিদর্শন টিম খলশী এলাকায় গেলে স্থানীয় আক্তার হোসেন ও কাশেম আলী পরিকল্পিতভাবে উপজেলা প্রকৌশলী ও পরিদর্শন টিমকে হুমকি দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখান। এ সময় তাঁরা তাঁদের লাঞ্ছিত করেন। ঠিকাদারেরা অভিযোগ করেছেন, কাজের মান নিয়ে প্রশ্ন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু তা নিয়ে সন্ত্রাসী আচরণ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়। মাত্র তিন মাসে ভবনের মূল কাঠামোর কাজ শেষ করা হয়েছে। তিনি জানান, গুণগত মানের সঙ্গে কখনো আপস করা হয়নি। যেসব জায়গায় ত্রুটি দেখা গেছে, তা চিহ্নিত করে ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে। পরিদর্শনে যাওয়া সরকারি কর্মকর্তাদের গালিগালাজ ও লাঞ্ছিত করা দণ্ডনীয় অপরাধ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের বাঘারপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে প্রকৌশলী আবু সুফিয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল উপজেলার খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতন ব্যক্তিদের বিচারের দাবিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১৫ ঠিকাদার। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় না আনলে তাঁরা কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
অভিযোগে বলা হয়, খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে জানালার নিচে কিছু জায়গায় নিম্নমানের জিনিসপত্র ও রডের জায়গায় বাঁশের চটা দিয়ে ঢালাই কাজ হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলজিইডির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তদন্তে যান উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান। পরিদর্শন টিম খলশী এলাকায় গেলে স্থানীয় আক্তার হোসেন ও কাশেম আলী পরিকল্পিতভাবে উপজেলা প্রকৌশলী ও পরিদর্শন টিমকে হুমকি দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখান। এ সময় তাঁরা তাঁদের লাঞ্ছিত করেন। ঠিকাদারেরা অভিযোগ করেছেন, কাজের মান নিয়ে প্রশ্ন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু তা নিয়ে সন্ত্রাসী আচরণ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়। মাত্র তিন মাসে ভবনের মূল কাঠামোর কাজ শেষ করা হয়েছে। তিনি জানান, গুণগত মানের সঙ্গে কখনো আপস করা হয়নি। যেসব জায়গায় ত্রুটি দেখা গেছে, তা চিহ্নিত করে ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে। পরিদর্শনে যাওয়া সরকারি কর্মকর্তাদের গালিগালাজ ও লাঞ্ছিত করা দণ্ডনীয় অপরাধ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে