ভালোবেসে বিয়ে করে বিপদে পড়লেন যুবক মোহনলাল গোলদার (২৭)। সংসার জীবনে যাওয়ার পরিবর্তে কারাগারে যেতে হলো তাকে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামের অশোক গোলদারের পুত্র ভালোবেসে একই উপজেলার ঢেওয়াতলা গ্রামের নিরঞ্জন মণ্ডলের মেয়ে জ্যোতি মণ্ডল (১৬) কে বিয়ে করে। হিন্দুধর্মীয় মতে তাদের মন্দিরে বিয়ে হয় ঠিকই।
কিন্তু এই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় জ্যোতি মণ্ডলের পিতা। তাঁর পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তার কক্ষে উভয় পক্ষকে ডেকে এনে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন।
কিন্তু সমাধান না হওয়ার কারণে নাবালিকা মেয়েকে বিয়ে ও বাল্যবিবাহ করার অপরাধে গত ২ আগস্ট ২০২১ তারিখ মোহনলালকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালালসহ উভয় পক্ষের লোকজন।
অন্যদিকে জ্যোতি মণ্ডল তার বাবার বাড়িতে যেতে রাজি হয় না। তাঁর বয়স ১৮ বছরের কম থাকায় জ্যোতিকে খুলনার গল্লামারী শেখ রাসেল শিশু পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরন করা হয় বলে জানা যায়। উক্ত বিষয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে