Ajker Patrika

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার ১৫টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল উদ্দিন। তিনি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গতকাল রোববার সন্ধ্যায় আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক আটক করে তল্লাশি করা হয়। পরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় ইজিবাইকের চালক সোহেলকে আটক করা হয়। তিনি জানান, এই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল জানান, জব্দ সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত