প্রতিনিধি, যশোর

যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার মাঝি হচ্ছেন কে, তা নিশ্চিত হওয়া যাবে আজ শনিবার। সেই সঙ্গে অপেক্ষার অবসান ঘটবে অন্তত আড়াই ডজন মনোনয়নপ্রত্যাশীসহ যশোরবাসীর। আওয়ামী লীগের একাধিক নেতা ও প্রার্থী এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, শনিবার (আজ) দুপুরের পরপরই কেন্দ্র থেকে ঘোষণা করা হতে পারে প্রার্থীর নাম।
এদিকে নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন পেয়েছেন দলীয় মনোনয়ন।
যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচনে অংশ নিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ওই বছরেরই ২০ অক্টোবরের উপনির্বাচনে এ পদে নির্বাচিত হয়েছিলেন নূর জাহান ইসলাম নীরা। চলতি বছরের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফলে সদর উপজেলার চেয়ারম্যান পদটি আবারও শূন্য হয়।
গত ২ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরপরই মনোনয়নপ্রত্যাশীদের ৪ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিতে আহ্বান জানায় আওয়ামী লীগ। এতে সাড়া দিয়ে বিভিন্ন স্তরের অন্তত আড়াই ডজন নেতা-কর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁরা হলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ এস এম হুমায়ুন কবির কবু, মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু সেলিম রানা, দেলোয়ার হোসেন দিপু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, সুখেন মজুমদার, ফিরোজ খান, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরজাহান ইসলাম নীরার পুত্রবধূ নাসরিন সুলতানা নীপা, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, সুলতান মাহমুদ বিপুল, যুবলীগের নেতা হাফিজুর রহমান, আমজাদ হোসেন, ফয়সাল খান প্রমুখ।
এসব মনোনয়নপ্রত্যাশীর সবাই এখন ঢাকায় অবস্থান করছেন। নৌকার কান্ডারি হতে ধরনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। চালাচ্ছেন জোর লবিং। তাঁদেরই কয়েকজন জানান, ইতিমধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে ফেলেছেন কেন্দ্রীয় নেতারা। এখন চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। শুক্রবার এই যাচাই-বাছাই শেষে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপন করা হবে। পরে দলীয় ফোরামে দেওয়া হবে চূড়ান্ত মনোনয়ন। সে হিসেবে আজ শনিবার দুপুরের পর যেকোনো সময় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
এ দিকে যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তফসিল ঘোষণার পরপরই কয়েকজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্য থেকে জেলা যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আজ–কালের মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, প্রহসনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ৭ অক্টোবর।

যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার মাঝি হচ্ছেন কে, তা নিশ্চিত হওয়া যাবে আজ শনিবার। সেই সঙ্গে অপেক্ষার অবসান ঘটবে অন্তত আড়াই ডজন মনোনয়নপ্রত্যাশীসহ যশোরবাসীর। আওয়ামী লীগের একাধিক নেতা ও প্রার্থী এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, শনিবার (আজ) দুপুরের পরপরই কেন্দ্র থেকে ঘোষণা করা হতে পারে প্রার্থীর নাম।
এদিকে নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন পেয়েছেন দলীয় মনোনয়ন।
যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচনে অংশ নিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ওই বছরেরই ২০ অক্টোবরের উপনির্বাচনে এ পদে নির্বাচিত হয়েছিলেন নূর জাহান ইসলাম নীরা। চলতি বছরের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফলে সদর উপজেলার চেয়ারম্যান পদটি আবারও শূন্য হয়।
গত ২ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরপরই মনোনয়নপ্রত্যাশীদের ৪ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিতে আহ্বান জানায় আওয়ামী লীগ। এতে সাড়া দিয়ে বিভিন্ন স্তরের অন্তত আড়াই ডজন নেতা-কর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁরা হলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ এস এম হুমায়ুন কবির কবু, মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু সেলিম রানা, দেলোয়ার হোসেন দিপু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, সুখেন মজুমদার, ফিরোজ খান, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরজাহান ইসলাম নীরার পুত্রবধূ নাসরিন সুলতানা নীপা, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, সুলতান মাহমুদ বিপুল, যুবলীগের নেতা হাফিজুর রহমান, আমজাদ হোসেন, ফয়সাল খান প্রমুখ।
এসব মনোনয়নপ্রত্যাশীর সবাই এখন ঢাকায় অবস্থান করছেন। নৌকার কান্ডারি হতে ধরনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। চালাচ্ছেন জোর লবিং। তাঁদেরই কয়েকজন জানান, ইতিমধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে ফেলেছেন কেন্দ্রীয় নেতারা। এখন চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। শুক্রবার এই যাচাই-বাছাই শেষে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপন করা হবে। পরে দলীয় ফোরামে দেওয়া হবে চূড়ান্ত মনোনয়ন। সে হিসেবে আজ শনিবার দুপুরের পর যেকোনো সময় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
এ দিকে যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তফসিল ঘোষণার পরপরই কয়েকজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্য থেকে জেলা যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আজ–কালের মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, প্রহসনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ৭ অক্টোবর।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে