মেহেরপুর প্রতিনিধি

প্রেস কাউন্সিল এখন আর ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
আজ বুধবার মেহেরপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এটিকে আরও গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল। আইনের সংশোধনীর একটি খসড়া সংসদে পাস হলেই এটি আরও শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও তাদের বিরুদ্ধে অভিযোগকারীদের।
তিনি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই এর কার্যক্রম গতিশীল করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। ফলে, অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট।
নিজামুল হক নাসিম আরও বলেন, আগে প্রেস ইনস্টিটিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধুমাত্র সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে। যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইন করেছিলেন। সেখানে জেলের কোন বিধান ছিল না।
এখনো সেই বিধান রেখে শুধুমাত্র জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন। সভায় জেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

প্রেস কাউন্সিল এখন আর ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
আজ বুধবার মেহেরপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এটিকে আরও গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল। আইনের সংশোধনীর একটি খসড়া সংসদে পাস হলেই এটি আরও শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও তাদের বিরুদ্ধে অভিযোগকারীদের।
তিনি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই এর কার্যক্রম গতিশীল করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। ফলে, অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট।
নিজামুল হক নাসিম আরও বলেন, আগে প্রেস ইনস্টিটিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধুমাত্র সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে। যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইন করেছিলেন। সেখানে জেলের কোন বিধান ছিল না।
এখনো সেই বিধান রেখে শুধুমাত্র জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন। সভায় জেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৭ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৪ মিনিট আগে