মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বরের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বিকেলে ভবনটির তৃতীয় তলায় লাগা আগুনে কেউ হতাহত হননি। তবে ভবনটির দ্বিতীয় তলায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শাখা থাকায় কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপালী ব্যাংক মোংলা পোর্ট শাখার ব্যবস্থাপক সুমন কুমার রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে গ্রাহকদের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে দ্রুত সরিয়ে ফেলি। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিস বাগেরহাট সার্কেল-২-এর পরিদর্শক মো. কাইয়ুমজ্জামান বলেন, ‘প্রথমে রূপালী ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে দেখি ব্যাংকের তৃতীয় তলায় একটি টেইলার্সের ঘরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ভবনটির নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ফেন্সি কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনের নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানায় থাকা শ্রমিকেরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনাও ঘটেনি। এমনকি ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা রূপালী ব্যাংকও আগুন পৌঁছাতে না পারায় অল্পের জন্য রক্ষা পায় সেটি।

বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বরের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বিকেলে ভবনটির তৃতীয় তলায় লাগা আগুনে কেউ হতাহত হননি। তবে ভবনটির দ্বিতীয় তলায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শাখা থাকায় কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপালী ব্যাংক মোংলা পোর্ট শাখার ব্যবস্থাপক সুমন কুমার রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে গ্রাহকদের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে দ্রুত সরিয়ে ফেলি। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিস বাগেরহাট সার্কেল-২-এর পরিদর্শক মো. কাইয়ুমজ্জামান বলেন, ‘প্রথমে রূপালী ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে দেখি ব্যাংকের তৃতীয় তলায় একটি টেইলার্সের ঘরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ভবনটির নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ফেন্সি কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনের নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানায় থাকা শ্রমিকেরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনাও ঘটেনি। এমনকি ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা রূপালী ব্যাংকও আগুন পৌঁছাতে না পারায় অল্পের জন্য রক্ষা পায় সেটি।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগে