
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, হল প্রভোস্টসহ প্রশাসনের ৬৭ জন একযোগে পদত্যাগ করায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে শিগগির শুরু হচ্ছে না ক্লাস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা (সেট) স্কুলের ডিনের সঙ্গে ডিসিপ্লিন প্রধানদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান তালুকদার বলেন, ‘ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের শিক্ষকেরা প্রস্তুত আছেন। তবে বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দ, প্রভোস্ট বডিতে কেউ দায়িত্বরত নন। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী ক্লাস শুরুর ১০ কার্যদিবসের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু হল প্রভোস্টরা না থাকায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিএসএ বডি এবং প্রভোস্ট বডি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্নতা রয়েছে। এমন অবস্থায় ২৫ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরুর পরিবেশ বিরাজমান নয় বলে সবাই মনে করেন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন পদত্যাগ করেন। উপাচার্য ছাড়াও পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালক মিলিয়ে মোট ৬৭ জন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে