কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (৪৫) নওদা খাদেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সর্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন জাহাঙ্গীর সর্দার, রুবেল সর্দার, আলামিন, জুয়েল, রিজভী, আকিজ, লিটু, জহুরুল সর্দারসহ ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে অনেকে গ্রাম ছাড়ছেন। হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নদীর চর দখল নিয়ে নওদা খাদেমপুর গ্রামের গাইন ও সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। গাইন বংশের নেতৃত্বে দেন টিপু গাইন ও মান্নান গাইন এবং সর্দার বংশের নেতৃত্বে আছেন আতিয়ার সর্দার ও খালেক সর্দার। গ্রামের চলাচলের পাকা সড়ক গাইন বংশের বসবাসের এলাকার মধ্যে। সড়ক দিয়ে যাতায়াতে অনেক সময় সর্দার বংশের লোকজনকে মারধর করেন গাইন বংশের লোকজন।
মারধরের জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সর্দার বংশের তৌহিদুলকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে গাইন বংশের লোকজনের বিরুদ্ধে। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন সাধারণ মানুষ। এদিকে ঘটনার পর গাইন বংশের লোকজন এলাকা থেকে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ছোট ভাই সুজন আলী সর্দার আজকের পত্রিকাকে বলেন, গাইন বংশের লোকজন আমার চাচার বাড়িতে হামলা চালানোর সময় বড় ভাইকে গুলি করেন। দীর্ঘদিন ধরে চরের জমি দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ চলছে।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, স্থানীয় একটি চরের জমি দখল নিয়ে গাইন বংশের সঙ্গে সর্দার বংশের আধিপত্যের রেষারেষি অনেক দিন ধরেই। এলাকার সড়ক গাইনদের মধ্যে। তাই আমাদের লোকজনকে সড়ক দিয়ে যাওয়া-আসার সময় হামলা চালানো হয়। আজও একই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গাইন বংশের লোকজন তৌহিদুলকে গুলি করে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাঁরা হাসপাতালে ভর্তি।
ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘শুধু চর দখল নয়, বিভিন্ন বিষয় নিয়েই দুই বংশের ভেতর বিরোধ দীর্ঘদিনের। সড়কে চলাচল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (৪৫) নওদা খাদেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সর্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন জাহাঙ্গীর সর্দার, রুবেল সর্দার, আলামিন, জুয়েল, রিজভী, আকিজ, লিটু, জহুরুল সর্দারসহ ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে অনেকে গ্রাম ছাড়ছেন। হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নদীর চর দখল নিয়ে নওদা খাদেমপুর গ্রামের গাইন ও সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। গাইন বংশের নেতৃত্বে দেন টিপু গাইন ও মান্নান গাইন এবং সর্দার বংশের নেতৃত্বে আছেন আতিয়ার সর্দার ও খালেক সর্দার। গ্রামের চলাচলের পাকা সড়ক গাইন বংশের বসবাসের এলাকার মধ্যে। সড়ক দিয়ে যাতায়াতে অনেক সময় সর্দার বংশের লোকজনকে মারধর করেন গাইন বংশের লোকজন।
মারধরের জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সর্দার বংশের তৌহিদুলকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে গাইন বংশের লোকজনের বিরুদ্ধে। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন সাধারণ মানুষ। এদিকে ঘটনার পর গাইন বংশের লোকজন এলাকা থেকে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ছোট ভাই সুজন আলী সর্দার আজকের পত্রিকাকে বলেন, গাইন বংশের লোকজন আমার চাচার বাড়িতে হামলা চালানোর সময় বড় ভাইকে গুলি করেন। দীর্ঘদিন ধরে চরের জমি দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ চলছে।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, স্থানীয় একটি চরের জমি দখল নিয়ে গাইন বংশের সঙ্গে সর্দার বংশের আধিপত্যের রেষারেষি অনেক দিন ধরেই। এলাকার সড়ক গাইনদের মধ্যে। তাই আমাদের লোকজনকে সড়ক দিয়ে যাওয়া-আসার সময় হামলা চালানো হয়। আজও একই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গাইন বংশের লোকজন তৌহিদুলকে গুলি করে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাঁরা হাসপাতালে ভর্তি।
ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘শুধু চর দখল নয়, বিভিন্ন বিষয় নিয়েই দুই বংশের ভেতর বিরোধ দীর্ঘদিনের। সড়কে চলাচল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে