সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে নিপীড়ন, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে মাথায় লাল কাপড় বেঁধে এ মানববন্ধন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানান এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা বলেন, ‘এ প্রজন্ম আমাকে শেখাল, দাসত্ব কীভাবে ভাঙতে হয়। এ প্রজন্মকে আমি স্যালুট জানাই। আমি শিক্ষক বলব না বরং ওরাই আমার শিক্ষক। ওরা আমাকে শেখাল কীভাবে দাসত্ব ভাঙতে হয়। কারণ, আমাদের মেধাটা আসলে আস্তে আস্তে জিভে চলে এসেছে। সেই জিভের চর্চাই আমরা বেশি করছি।’
তিনি বলেন, ‘আমি এখানে বিচারের দাবি নিয়ে আসিনি। কারণ, রাষ্ট্র যখন গুলি করে তখন কোথাও বিচার পাওয়া যায় না। শুধু জানাতে এসেছি, আমার ছাত্ররা আমাকে দাস থেকে মুক্ত হতে শিখিয়েছে। সুতরাং, আমি আর দাস থাকছি না।’
ড. অনির্বাণ মোস্তফা আরও বলেন, ‘আমাদের শিক্ষকদের দাসত্বের কারণেই আজ মুগ্ধ, আবু সাঈদদের মরতে হয়েছে। শিক্ষক হিসেবে যখন আমরা দাস হই—তখন রাষ্ট্র থাকে না, জাতি থাকে না, সমাজ থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছেলের গায়ে যদি হাত তোলা হয়, যদি হাজতে নেওয়া হয়, আমরা কিন্তু আবার যাব। তখন কিন্তু ঠেকাতে পারবেন না।’
ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘এই দেশের ছাত্রসমাজ তোমাদের কাছ থেকে ভাই আমি শিখেছি। আমি পিএইচডি, ডক্টর অব ফিলোসফি করে যে ফিলোসফি আমি শিখতে পারি নাই, সেই ফিলোসফি আমি তোমাদের কাছ থেকে শিখেছি। আমার ডক্টর অব ফিলোসফি তোমরা দিয়েছ। ছাত্রসমাজের কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে