ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতেরা হলেন-তুষার হোসেন (১৯) ও গৃহবধূ জলি খাতুন (৩৮)। নিহত তুষার হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের সাবদার আলীর ছেলে ও বিজেএম কলেজের কমার্সের শিক্ষার্থী। আর গৃহবধূ জলি খাতুন উপজেলার গোপিনাথপুর গ্ৰামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা কলেজ থেকে তুষার হোসেন (১৯) এইচএসসি পরীক্ষা দিয়ে ব্যক্তিগত কাজ সেরে সাড়ে ৬টার দিকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গোলাপ নগর নামক স্থানে সিএনজি পৌঁছালে সামনে থাকা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তুষার রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সে মারা যায়।
এদিকে গৃহবধূ জলি খাতুন পাবনা মুলাডুলি বাবার বাড়ি থেকে নছিমন যোগে শ্বশুরের সঙ্গে নিয়ে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর স্বামীর বাড়ি আসছিলেন। পথিমধ্যে লালনশাহ সেতুর ওপর দ্রুতগামী একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এ সময় জলি খাতুন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থী তুষার সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। জলি খাতুনকে বহনকারী নসিমনকে ট্রাক ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে মারা যায়।
দুই পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতেরা হলেন-তুষার হোসেন (১৯) ও গৃহবধূ জলি খাতুন (৩৮)। নিহত তুষার হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের সাবদার আলীর ছেলে ও বিজেএম কলেজের কমার্সের শিক্ষার্থী। আর গৃহবধূ জলি খাতুন উপজেলার গোপিনাথপুর গ্ৰামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা কলেজ থেকে তুষার হোসেন (১৯) এইচএসসি পরীক্ষা দিয়ে ব্যক্তিগত কাজ সেরে সাড়ে ৬টার দিকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গোলাপ নগর নামক স্থানে সিএনজি পৌঁছালে সামনে থাকা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তুষার রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সে মারা যায়।
এদিকে গৃহবধূ জলি খাতুন পাবনা মুলাডুলি বাবার বাড়ি থেকে নছিমন যোগে শ্বশুরের সঙ্গে নিয়ে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর স্বামীর বাড়ি আসছিলেন। পথিমধ্যে লালনশাহ সেতুর ওপর দ্রুতগামী একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এ সময় জলি খাতুন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থী তুষার সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। জলি খাতুনকে বহনকারী নসিমনকে ট্রাক ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে মারা যায়।
দুই পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৫ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
২০ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে