খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের খাসিটানা এলাকায় ভাটার টানে বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরবেলায় শাঁকবাড়িয়া নদীতে ভাটার টানে পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/১ পোল্ডারের ১০০ মিটার এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।
দক্ষিণ বেদকাশী গ্রামের সমাজসেবক মুকুল বিশ্বাস বলেন, গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে জোয়ারের পানির চাপে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেই জায়গা থেকেই ভোররাতে ভেঙে যায়। নদীতে ভাটা থাকায় লোকালয়ে পানি প্রবেশ করেনি। যদি বাঁধ আটকানো সম্ভব না হয়, তাহলে দুপুরের জোয়ারে এলাকায় পানি প্রবেশ করবে।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, ‘খাসিটানা হারুন গাজীর বাড়িসংলগ্ন এলাকায় হঠাৎ করেই ভাটার টানে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে তারা সরেজমিনে এসে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের দিকে না তাকিয়ে নিজেদের রক্ষার্থে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ আটকাতে চেষ্টা অব্যাহত রেখেছে।’
উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভাঙনের মুখে দক্ষিণ বেদকাশীর মানুষ। যখনই মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক তখনই আবার কোনো না কোনো জায়গায় নদীভাঙন দেখা দেয়।’
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘দক্ষিণ বেদকাশীর খাসিটানা নামক স্থানে পাউবোর বেড়িবাঁধ ভেঙে গেছে জেনে আমরা সরেজমিনে যাচ্ছি।’
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামান বলেন, ‘ভাঙনকবলিত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। আশা করি দুপুরের জোয়ারের আগে বাঁধ আটকানো সম্ভব হবে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে