খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২২ এর ১৩টি পদের ১২ টিতেই আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। একমাত্র নির্বাহী সদস্য পদের একটিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সমর্থিত প্যানেলের একজন জয়লাভ করেছেন।
আজ মঙ্গলবার রাত ৮টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল জব্বার। এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে সভাপতি হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের (ফউটে) অধ্যাপক মো. শরীফ হাসান লিমন এবং সাধারণ সম্পাদক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক ড. তরুণ কান্তি বোস।
এবারের নির্বাচনে সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১৫৮ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক তরুণ কান্তি বোস ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. আশীষ কুমার দাস পেয়েছেন ১৫১ ভোট।
এ নির্বাচনে সহসভাপতি হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের (ফউটে) অধ্যাপক ড. এস এম ফিরোজ (২০৯), যুগ্ম-সম্পাদক অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম (২০৪), কোষাধ্যক্ষ ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. হাসান হাওলাদার (২১১)।
এ ছাড়া সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল (২০৫) এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. লিফাত রাহী (১৮৮)।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী (২১৭), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি (ফউটে) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী (১৯৪), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন (১৮৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপম কুমার বিরাঙ্গী (১৮৮), পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম (১৮৩) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (১৮৩)।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা পূরণে সব সময় কাজ করব।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৩৮১ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে একটি ভোট বাতিল হওয়ায় ৩৮০ জনের ভোট বৈধতা পায়।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২২ এর ১৩টি পদের ১২ টিতেই আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। একমাত্র নির্বাহী সদস্য পদের একটিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সমর্থিত প্যানেলের একজন জয়লাভ করেছেন।
আজ মঙ্গলবার রাত ৮টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল জব্বার। এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে সভাপতি হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের (ফউটে) অধ্যাপক মো. শরীফ হাসান লিমন এবং সাধারণ সম্পাদক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক ড. তরুণ কান্তি বোস।
এবারের নির্বাচনে সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১৫৮ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক তরুণ কান্তি বোস ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. আশীষ কুমার দাস পেয়েছেন ১৫১ ভোট।
এ নির্বাচনে সহসভাপতি হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের (ফউটে) অধ্যাপক ড. এস এম ফিরোজ (২০৯), যুগ্ম-সম্পাদক অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম (২০৪), কোষাধ্যক্ষ ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. হাসান হাওলাদার (২১১)।
এ ছাড়া সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল (২০৫) এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. লিফাত রাহী (১৮৮)।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী (২১৭), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি (ফউটে) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী (১৯৪), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন (১৮৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপম কুমার বিরাঙ্গী (১৮৮), পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম (১৮৩) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (১৮৩)।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা পূরণে সব সময় কাজ করব।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৩৮১ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে একটি ভোট বাতিল হওয়ায় ৩৮০ জনের ভোট বৈধতা পায়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে