কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহরের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।
গ্রেপ্তার আসামি রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের একজন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বহু নেতা-কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসামি রিপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত দিন ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।
গত ১৮ এপ্রিল এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আসামি রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর র্যাব-৬ খুলনার একটি দল পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন সাতক্ষীরার কলারোয়া এলাকায় আত্মগোপনে আছেন। পরে সদর উপজেলা হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে (৪৭) তাঁর নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে আগামীকাল (শনিবার) সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহরের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।
গ্রেপ্তার আসামি রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের একজন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বহু নেতা-কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসামি রিপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত দিন ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।
গত ১৮ এপ্রিল এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আসামি রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর র্যাব-৬ খুলনার একটি দল পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন সাতক্ষীরার কলারোয়া এলাকায় আত্মগোপনে আছেন। পরে সদর উপজেলা হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে (৪৭) তাঁর নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে আগামীকাল (শনিবার) সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৭ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৭ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪২ মিনিট আগে