খুলনা প্রতিনিধি

খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবৎ ডেলিভারিম্যানের কাজ করতেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গলায় দড়ি বেঁধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের আটক ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এই খুনে দুজন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে খুনের রহস্য উন্মোচন করা হবে।

খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবৎ ডেলিভারিম্যানের কাজ করতেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গলায় দড়ি বেঁধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের আটক ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এই খুনে দুজন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে খুনের রহস্য উন্মোচন করা হবে।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে