খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।
২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।
বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যা করলেও পরে তা ঠিক করা হয়েছে।
রবিউল ইসলামও জানালেন, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
তবে সকাল থেকেই এসব কেন্দ্রে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিল। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোটকেন্দ্রে।
২২৩ নম্বর কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে