নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।
২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।
বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যা করলেও পরে তা ঠিক করা হয়েছে।
রবিউল ইসলামও জানালেন, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
তবে সকাল থেকেই এসব কেন্দ্রে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিল। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোটকেন্দ্রে।
২২৩ নম্বর কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।
২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।
বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যা করলেও পরে তা ঠিক করা হয়েছে।
রবিউল ইসলামও জানালেন, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
তবে সকাল থেকেই এসব কেন্দ্রে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিল। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোটকেন্দ্রে।
২২৩ নম্বর কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে