খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার ও খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য (ভিসি) বরাবর লিখিতভাবে জানিয়েছেন।
হুমকি পাওয়া দুই প্রকৌশলী হলেন কুয়েটের প্রধান প্রকৌশলীর কর্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত এবং মো. গোলাম কিবরিয়া।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজে নিয়োজিত ঠিকাদার, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ কমিশন বাড়ানোর দাবিতে ওই দুই প্রকৌশলীকে হুমকি দেন।
নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, গতকাল রোববার বেলা তিনটার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ঠিকাদার বিএনপির ওই নেতা। নিষেধ করলে তাঁকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও পরপর তিনবার ফোন করে একই কায়দায় গালিগালাজ এবং মারধর করার হুমকি দেন।
লিখিত অভিযোগে ওই দুই প্রকৌশলী উল্লেখ করেন, ১৩ নম্বর ভবনের ওই কাজের রেট প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি এবং ১০ শতাংশ প্রফিট যুক্ত করে দর নির্ধারণ করা হয়। মোল্লা সোহাগের বক্তব্য, ১০ শতাংশ প্রফিট কেন যুক্ত করে দর নির্ধারণ করা হলো, তাঁকে আরও বেশি শতাংশ ধরে প্রফিট দিতে হবে। এ কথা বলার পর তাঁকে অফিসে যেগাযোগ করতে বললে মোবাইলে তাঁদের দুজনকে হুমকি দেন তিনি।
এদিকে আজ সন্ধ্যায় কুয়েট-সংলগ্ন ফুলবাড়ী গেট এলাকায় ঠিকাদার মোল্লা সোহাগের বাড়িতে গিয়ে কয়েকজন যুবক তাঁকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকে মোল্লা সোহাগের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। তাই প্রকৌশলীদের হুমকি দেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার ও খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য (ভিসি) বরাবর লিখিতভাবে জানিয়েছেন।
হুমকি পাওয়া দুই প্রকৌশলী হলেন কুয়েটের প্রধান প্রকৌশলীর কর্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত এবং মো. গোলাম কিবরিয়া।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজে নিয়োজিত ঠিকাদার, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ কমিশন বাড়ানোর দাবিতে ওই দুই প্রকৌশলীকে হুমকি দেন।
নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, গতকাল রোববার বেলা তিনটার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ঠিকাদার বিএনপির ওই নেতা। নিষেধ করলে তাঁকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও পরপর তিনবার ফোন করে একই কায়দায় গালিগালাজ এবং মারধর করার হুমকি দেন।
লিখিত অভিযোগে ওই দুই প্রকৌশলী উল্লেখ করেন, ১৩ নম্বর ভবনের ওই কাজের রেট প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি এবং ১০ শতাংশ প্রফিট যুক্ত করে দর নির্ধারণ করা হয়। মোল্লা সোহাগের বক্তব্য, ১০ শতাংশ প্রফিট কেন যুক্ত করে দর নির্ধারণ করা হলো, তাঁকে আরও বেশি শতাংশ ধরে প্রফিট দিতে হবে। এ কথা বলার পর তাঁকে অফিসে যেগাযোগ করতে বললে মোবাইলে তাঁদের দুজনকে হুমকি দেন তিনি।
এদিকে আজ সন্ধ্যায় কুয়েট-সংলগ্ন ফুলবাড়ী গেট এলাকায় ঠিকাদার মোল্লা সোহাগের বাড়িতে গিয়ে কয়েকজন যুবক তাঁকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকে মোল্লা সোহাগের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। তাই প্রকৌশলীদের হুমকি দেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে