কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে আজ ভোরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জর বানিয়াখালি স্টেশনের আওতাধীন মরজাত ও কাগা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি নৌকা, পাঁচটি জাল ও পাঁচটি ভারতীয় বিষের বোতল জব্দ করা হয়।
আটকেরা হলেন–কয়রা উপজেলার কুমারখালি গ্রামের আনার গাজীর ছেলে মো. রবিউল (৩৭), বেচপাড়া গ্রামের মৃত আমজাদ সরদারের ছেলে মো. মহব্বত আলী সরদার (৫০), উত্তর খেওনা গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেলে মহিদুল গাজী (৪৮), পাটনিখালি গ্রামের মৃত গফুর মোল্ল্যার ছেলে আ. ছোবহান মোল্ল্যা (৩৬), নজরুল বিশ্বাসের ছেলে মো. সাহেব আলী (২৩), খানজাহান আলীর ছেলে মো. হাফিজুল (৪৮), ফতেকাটি গ্রামের মৃত আমজেদ মোড়লের ছেলে তোফাজ্জেল (৪০), ভান্ডারপোল গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৫০), মৃত কেয়ামুদ্দিন গাজীর ছেলে আমির আলী (৬৫), দক্ষিণ খেওনা গ্রামের মৃত এজহার সানার ছেলে কুরবান আলী সানা (৬০), মৃত বক্ত সানার ছেলের আ. সবুর সানা (৬৬), চান্নিরচক গ্রামের মৃত হাচিম সরদারের ছেলে মো. জসিম সরদার (৬৮), মৃত আবুল গাজীর ছেলে মো. শাহাদত গাজী (৩৫) ও পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত মোক্তার গাজীর ছেলে মো. মনজুরুল ইসলাম (৪২) বানিয়াখালি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এ কে এম আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে অভিযানে দুর থেকে ভাগ্নিকাঠি ভাড়ানি খালে একটি নৌকায় কয়েকজনকে প্রবেশ করতে দেখি। দ্রুত তাদের নৌকায় পৌঁছে সুন্দরবনে প্রবেশের কারণ জানতে চাই।
তখন তাদের কাছ থেকে জানতে পারি, কাগা নদীর খালে তাদের আরও নৌকা রাখা আছে। সেখানেই তারা মাছ শিকার করে। পরবর্তীতে কাগা নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে ১৪ জন জেলেকে আটক করি।’
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিন মাসের জন্য সুন্দরবন থেকে সব প্রকার সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এ সময় যারা সুন্দরবনে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে আজ ভোরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জর বানিয়াখালি স্টেশনের আওতাধীন মরজাত ও কাগা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি নৌকা, পাঁচটি জাল ও পাঁচটি ভারতীয় বিষের বোতল জব্দ করা হয়।
আটকেরা হলেন–কয়রা উপজেলার কুমারখালি গ্রামের আনার গাজীর ছেলে মো. রবিউল (৩৭), বেচপাড়া গ্রামের মৃত আমজাদ সরদারের ছেলে মো. মহব্বত আলী সরদার (৫০), উত্তর খেওনা গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেলে মহিদুল গাজী (৪৮), পাটনিখালি গ্রামের মৃত গফুর মোল্ল্যার ছেলে আ. ছোবহান মোল্ল্যা (৩৬), নজরুল বিশ্বাসের ছেলে মো. সাহেব আলী (২৩), খানজাহান আলীর ছেলে মো. হাফিজুল (৪৮), ফতেকাটি গ্রামের মৃত আমজেদ মোড়লের ছেলে তোফাজ্জেল (৪০), ভান্ডারপোল গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৫০), মৃত কেয়ামুদ্দিন গাজীর ছেলে আমির আলী (৬৫), দক্ষিণ খেওনা গ্রামের মৃত এজহার সানার ছেলে কুরবান আলী সানা (৬০), মৃত বক্ত সানার ছেলের আ. সবুর সানা (৬৬), চান্নিরচক গ্রামের মৃত হাচিম সরদারের ছেলে মো. জসিম সরদার (৬৮), মৃত আবুল গাজীর ছেলে মো. শাহাদত গাজী (৩৫) ও পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত মোক্তার গাজীর ছেলে মো. মনজুরুল ইসলাম (৪২) বানিয়াখালি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এ কে এম আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে অভিযানে দুর থেকে ভাগ্নিকাঠি ভাড়ানি খালে একটি নৌকায় কয়েকজনকে প্রবেশ করতে দেখি। দ্রুত তাদের নৌকায় পৌঁছে সুন্দরবনে প্রবেশের কারণ জানতে চাই।
তখন তাদের কাছ থেকে জানতে পারি, কাগা নদীর খালে তাদের আরও নৌকা রাখা আছে। সেখানেই তারা মাছ শিকার করে। পরবর্তীতে কাগা নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে ১৪ জন জেলেকে আটক করি।’
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিন মাসের জন্য সুন্দরবন থেকে সব প্রকার সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এ সময় যারা সুন্দরবনে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে