শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের কাজ শেষ করতে না পারায় ৩৪ লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরণখোলায় গত ৫ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ৭২ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এই কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নের ৪৫৩ জন হতদরিদ্র কাজ পান। তাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১০ মে থেকে ৮ জুন পর্যন্ত ২৯ দিন কাজ করেন। সে হিসাবে সরকারি ছুটি বাদে তাঁদের ২১ দিনের বিল পাওয়ার কথা। কিন্তু কাজের মেয়াদ ৬ জুনই শেষ হয়ে গেছে। ফলে বাকি দিনের কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুই দিনের বিলও বাদ যাচ্ছে। ৪০ দিনের মধ্যে কেবল ২৯ দিন কাজ হলেও কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে সাউথখালি ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তাঁর এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ। এ অবস্থায় ৪০ দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এলাকার মানুষের হাতে কাজ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ এলে এই মুহূর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরত দিতে হতো না।’
বরাদ্দের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এ ছাড়া ৮ জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকেরা টাকা পাবেন না। তাই ১৯ দিন কাজ করানো যাচ্ছে না বলে ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠাতে হচ্ছে।’

শরণখোলায় নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের কাজ শেষ করতে না পারায় ৩৪ লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরণখোলায় গত ৫ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ৭২ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এই কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নের ৪৫৩ জন হতদরিদ্র কাজ পান। তাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১০ মে থেকে ৮ জুন পর্যন্ত ২৯ দিন কাজ করেন। সে হিসাবে সরকারি ছুটি বাদে তাঁদের ২১ দিনের বিল পাওয়ার কথা। কিন্তু কাজের মেয়াদ ৬ জুনই শেষ হয়ে গেছে। ফলে বাকি দিনের কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুই দিনের বিলও বাদ যাচ্ছে। ৪০ দিনের মধ্যে কেবল ২৯ দিন কাজ হলেও কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে সাউথখালি ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তাঁর এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ। এ অবস্থায় ৪০ দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এলাকার মানুষের হাতে কাজ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ এলে এই মুহূর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরত দিতে হতো না।’
বরাদ্দের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এ ছাড়া ৮ জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকেরা টাকা পাবেন না। তাই ১৯ দিন কাজ করানো যাচ্ছে না বলে ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠাতে হচ্ছে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৩ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে