খুলনা প্রতিনিধি

পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে খুলনার রূপসায় আন্তজেলার ১১টি রুটে তিন ঘণ্টার জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বাস-মিনিবাস মালিক–শ্রমিকদের সঙ্গে থানা–পুলিশের বৈঠক শেষে বাস চলাচল শুরু হয়।
আজ শনিবার জেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাসশ্রমিকেরা জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক মাহিন্দ্রাসহ থ্রি–হুইলার বন্ধের দাবি জানিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারপরও এসব থ্রি–হুইলার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় আজ সকাল ৭টার দিকে রহিম নামের এক ব্যক্তি ইজিবাইকে যাত্রী নিয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পৌঁছালে বাসশ্রমিকেরা সেটি আটকে রাখেন। পরে ইজিবাইকচালক রহিম এ বিষয়ে রূপসা থানায় অভিযোগ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন।
এ সময় শ্রমিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় এবং বুলু নামের একজন মোটরশ্রমিককে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন। এতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত শ্রমিকেরা তখন সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং থানা–পুলিশের সঙ্গে বাস মালিক সমিতি কার্যালয়ে যৌথ বৈঠক করেন। দীর্ঘ বৈঠক শেষে বেলা ১টার দিকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ শ্রমিকদের শান্ত করে আবার বাস চলাচল শুরু করেন।
এ বিষয়ে পূর্ব রূপসা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, ইজিবাইক, মাহেন্দ্রার মতো যান মহাসড়কে চলাচল নিষিদ্ধ আছে। এরাই ঝামেলা সৃষ্টি করে। পাশাপাশি কিছু বাসশ্রমিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা না করে হুটহাট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এটি খুবই দুঃখজনক।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাপ–আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। তবে হুটহাট করে যাতে বাস চলাচল বন্ধ করতে না পারে, সে জন্য ২৩ এপ্রিল আমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গ আলোচনায় বসব।’
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘থ্রি–হুইলার ও বাসশ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে একে অপরের ওপর হামলাসহ বিরোধ চলে আসছে। এসব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমরা পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে পৌঁছাই। পরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সমাধান করা হয়।’

পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে খুলনার রূপসায় আন্তজেলার ১১টি রুটে তিন ঘণ্টার জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বাস-মিনিবাস মালিক–শ্রমিকদের সঙ্গে থানা–পুলিশের বৈঠক শেষে বাস চলাচল শুরু হয়।
আজ শনিবার জেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাসশ্রমিকেরা জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক মাহিন্দ্রাসহ থ্রি–হুইলার বন্ধের দাবি জানিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারপরও এসব থ্রি–হুইলার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় আজ সকাল ৭টার দিকে রহিম নামের এক ব্যক্তি ইজিবাইকে যাত্রী নিয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পৌঁছালে বাসশ্রমিকেরা সেটি আটকে রাখেন। পরে ইজিবাইকচালক রহিম এ বিষয়ে রূপসা থানায় অভিযোগ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন।
এ সময় শ্রমিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় এবং বুলু নামের একজন মোটরশ্রমিককে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন। এতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত শ্রমিকেরা তখন সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং থানা–পুলিশের সঙ্গে বাস মালিক সমিতি কার্যালয়ে যৌথ বৈঠক করেন। দীর্ঘ বৈঠক শেষে বেলা ১টার দিকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ শ্রমিকদের শান্ত করে আবার বাস চলাচল শুরু করেন।
এ বিষয়ে পূর্ব রূপসা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, ইজিবাইক, মাহেন্দ্রার মতো যান মহাসড়কে চলাচল নিষিদ্ধ আছে। এরাই ঝামেলা সৃষ্টি করে। পাশাপাশি কিছু বাসশ্রমিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা না করে হুটহাট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এটি খুবই দুঃখজনক।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাপ–আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। তবে হুটহাট করে যাতে বাস চলাচল বন্ধ করতে না পারে, সে জন্য ২৩ এপ্রিল আমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গ আলোচনায় বসব।’
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘থ্রি–হুইলার ও বাসশ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে একে অপরের ওপর হামলাসহ বিরোধ চলে আসছে। এসব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমরা পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে পৌঁছাই। পরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সমাধান করা হয়।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে