কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ছাদখোলা প্রাইভেটকারে মেয়র সহিদুজ্জামান (সেলিম), সঙ্গে বিশাল মোটরসাইকেল বহর। এভাবেই দুই বছর পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন সেলিম। আজ রোববার বিকেলে এ মোটরসাইকেল শোডাউন করেন তিনি।
২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন সহিদুজ্জামান (সেলিম)। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের কোনো সভা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি।
২০২২ সালে ১৭ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)।
এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে ছাদখোলা প্রাইভেটকারে চড়ে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হলেন তিনি। সেলিম দীর্ঘদিন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
শোডাউনে ছিলেন—কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি, যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান, কোটচাঁদপুর পার প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর সোহেল আল মামুন।
এর আগে শোডাউন উপলক্ষে দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল ৪টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। স্লোগানে মুখরিত শোডাউনটি বিদ্যালয় মাঠ থেকে বের হয়। পরে মিছিলটি পৌরসভার প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সেলিম বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরেছি। মাঝ পথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি যতদিন বাঁচব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই থাকতে চাই।’

ছাদখোলা প্রাইভেটকারে মেয়র সহিদুজ্জামান (সেলিম), সঙ্গে বিশাল মোটরসাইকেল বহর। এভাবেই দুই বছর পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন সেলিম। আজ রোববার বিকেলে এ মোটরসাইকেল শোডাউন করেন তিনি।
২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন সহিদুজ্জামান (সেলিম)। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের কোনো সভা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি।
২০২২ সালে ১৭ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)।
এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে ছাদখোলা প্রাইভেটকারে চড়ে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হলেন তিনি। সেলিম দীর্ঘদিন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
শোডাউনে ছিলেন—কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি, যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান, কোটচাঁদপুর পার প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর সোহেল আল মামুন।
এর আগে শোডাউন উপলক্ষে দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল ৪টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। স্লোগানে মুখরিত শোডাউনটি বিদ্যালয় মাঠ থেকে বের হয়। পরে মিছিলটি পৌরসভার প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সেলিম বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরেছি। মাঝ পথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি যতদিন বাঁচব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই থাকতে চাই।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৩ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৯ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২২ মিনিট আগে