Ajker Patrika

যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২: ১২
যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপাড়া এলাকার যশোর-বেনাপোল রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান আলী মোড়ল গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত। 

গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, শাহাজাহান আলী মোড়ল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস কমিউনিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, চেয়ারম্যানের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত