মাগুরা প্রতিনিধি

এবার কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামের আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ওই পতাকা স্থানীয় নিশ্চিন্তপুর মাঠে প্রদর্শন করেন তিনি। এদিকে এত বড় পতাকা দেখতে মাগুরাসহ দেশের নানা প্রান্ত থেকে জার্মানি ফুটবল দলের ভক্তরা।
স্থানীয়রা বলছে, ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন হলেও তাঁকে অনেকে চেনেন পতাকা আমজাদ নামে। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানি পতাকা বানিয়ে তিনি প্রথম তাক লাগিয়ে দেন। সে সময়ে জার্মানি দূতাবাস থেকে বলা এটাই পৃথিবীর সর্ববৃহৎ জার্মান পতাকা। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে আমজাদ হোসেন বানান সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা। এবার আসরে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা। তবে ২০১৮ সালের পতাকার সঙ্গে নতুন দুই কিলোমিটার যোগ করে এই পতাকা তৈরি করা হয়েছে।
আমজাদ হোসেন জানান, ২০০৪ সালে জার্মানের তৈরি একটি ওষুধ খেয়ে এক ধরনের রোগমুক্তি হয় তাঁর। এরপর থেকেই জার্মানিকে ভালোবাসেন কৃতজ্ঞতা বোধ থেকেই। ফুটবল দল হিসেবে জার্মানকে সমর্থনও করেন এ কারণেই।
পতাকা আমজাদ বলেন, ‘অনেকে মনে করে এটা আমার পাগলামি। আমিও তাই মনে করি। আমি যখন কষ্টে থাকতাম, অসুখ-বিসুখে তখন এই সমালোচকেরা কেউ খোঁজ নিতেন না। ওদের (জার্মানি) ওষুধ খেয়েই তো আমি ভালো হয়ে গেছি। তাই পতাকা বানিয়ে তাদের প্রতি এটা আমার সম্মান প্রদর্শন এটা।’
এ সম্পর্কে বাংলাদেশ জার্মানি ফুটবল দলের ফ্যান গ্রুপের সদস্য নাজমুল হোসাইন বিশ্বাস জানান, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। গতবারও (২০১৪) এসেছিলাম। আমজাদ চাচা আমাদের গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রতিবার এমন বড় পতাকা বানান যাতে আমরা জার্মান ভক্তরা খুব গর্বিত বোধ করছি।’
জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা আরও বলেন, ‘আমজাদ চাচা অনেক কষ্টে বড় পতাকা বানান। জার্মানি ফুটবল দলের আজীবন ফ্যান ক্লাবের সদস্য তিনি। বাংলাদেশে তিনিই প্রথম ও শেষ। এটা আমাদের জন্য গর্বের।’
পতাকা প্রদর্শনে উপস্থিত স্থানীয় চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘ফুটবল খেলাকে ভালোবেসে আমার এলাকার ছেলে আমজাদ যে পাগলামি করে, এটা আমাদের ভালোই লাগে। ফুটবল খেলাকে যে ভালোবাসতে হবে, আমজাদ তা প্রতিবার আমাদের বুঝিয়ে দেয়। এ ছাড়া আমজাদের কারণে মাগুরার ২০১৪ আর ২০১৮ সালের পতাকার কারণে জার্মান দূতাবাসের সকলে মাগুরায় আসে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’
মাগুরার ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকি বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিতে আমজাদের মতো মানুষ লাগে। বিশেষ করে ফুটবলকে দেশে জনপ্রিয় করতে এর কোনো বিকল্প নেই।’

এবার কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামের আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ওই পতাকা স্থানীয় নিশ্চিন্তপুর মাঠে প্রদর্শন করেন তিনি। এদিকে এত বড় পতাকা দেখতে মাগুরাসহ দেশের নানা প্রান্ত থেকে জার্মানি ফুটবল দলের ভক্তরা।
স্থানীয়রা বলছে, ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন হলেও তাঁকে অনেকে চেনেন পতাকা আমজাদ নামে। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানি পতাকা বানিয়ে তিনি প্রথম তাক লাগিয়ে দেন। সে সময়ে জার্মানি দূতাবাস থেকে বলা এটাই পৃথিবীর সর্ববৃহৎ জার্মান পতাকা। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে আমজাদ হোসেন বানান সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা। এবার আসরে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা। তবে ২০১৮ সালের পতাকার সঙ্গে নতুন দুই কিলোমিটার যোগ করে এই পতাকা তৈরি করা হয়েছে।
আমজাদ হোসেন জানান, ২০০৪ সালে জার্মানের তৈরি একটি ওষুধ খেয়ে এক ধরনের রোগমুক্তি হয় তাঁর। এরপর থেকেই জার্মানিকে ভালোবাসেন কৃতজ্ঞতা বোধ থেকেই। ফুটবল দল হিসেবে জার্মানকে সমর্থনও করেন এ কারণেই।
পতাকা আমজাদ বলেন, ‘অনেকে মনে করে এটা আমার পাগলামি। আমিও তাই মনে করি। আমি যখন কষ্টে থাকতাম, অসুখ-বিসুখে তখন এই সমালোচকেরা কেউ খোঁজ নিতেন না। ওদের (জার্মানি) ওষুধ খেয়েই তো আমি ভালো হয়ে গেছি। তাই পতাকা বানিয়ে তাদের প্রতি এটা আমার সম্মান প্রদর্শন এটা।’
এ সম্পর্কে বাংলাদেশ জার্মানি ফুটবল দলের ফ্যান গ্রুপের সদস্য নাজমুল হোসাইন বিশ্বাস জানান, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। গতবারও (২০১৪) এসেছিলাম। আমজাদ চাচা আমাদের গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রতিবার এমন বড় পতাকা বানান যাতে আমরা জার্মান ভক্তরা খুব গর্বিত বোধ করছি।’
জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা আরও বলেন, ‘আমজাদ চাচা অনেক কষ্টে বড় পতাকা বানান। জার্মানি ফুটবল দলের আজীবন ফ্যান ক্লাবের সদস্য তিনি। বাংলাদেশে তিনিই প্রথম ও শেষ। এটা আমাদের জন্য গর্বের।’
পতাকা প্রদর্শনে উপস্থিত স্থানীয় চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘ফুটবল খেলাকে ভালোবেসে আমার এলাকার ছেলে আমজাদ যে পাগলামি করে, এটা আমাদের ভালোই লাগে। ফুটবল খেলাকে যে ভালোবাসতে হবে, আমজাদ তা প্রতিবার আমাদের বুঝিয়ে দেয়। এ ছাড়া আমজাদের কারণে মাগুরার ২০১৪ আর ২০১৮ সালের পতাকার কারণে জার্মান দূতাবাসের সকলে মাগুরায় আসে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’
মাগুরার ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকি বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিতে আমজাদের মতো মানুষ লাগে। বিশেষ করে ফুটবলকে দেশে জনপ্রিয় করতে এর কোনো বিকল্প নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে