
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় সপ্তাহে তিন দিন সিজারিয়ান অপারেশন হতো। গেল দুই বছর ধরে সেটাও হয়নি ঠিকঠাক। করোনার মধ্যে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। হাসপাতালে অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় একপ্রকার বন্ধই ছিল নিয়মিত সিজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ধার করে এনে এ হাসপাতালে সপ্তাহে দুই দিন সিজার কার্যক্রম চলমান ছিল।
দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিন দিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। তখন থেকে সপ্তাহে দুই দিন নিয়মিত মনিরামপুর হাসপাতালে সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবার সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গত দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে তাঁদের বেসরকারি ক্লিনিক অথবা যশোর সদর হাসপাতালে ছুটতে হচ্ছে।
জানা গেছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনম ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন। এ কারণেই মনিরামপুর হাসপাতালে বর্তমানে সিজার বন্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ। তিনি চিকিৎসা নিতে ভারত গেছেন। ডা. শবনম ছুটি নিয়ে স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে নয়টি সিজার অপারেশন হয়েছে। ৮ নভেম্বরের পর থেকে সিজার বন্ধ।
উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রীর সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’
হাসান বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানোর খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভালো হতো।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিন দিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’
তিনি বলেন, ‘অন্য হাসপাতাল থেকে গাইনি চিকিৎসক আনার সুযোগ নেই। ঝিকরগাছা ও অভয়নগরে যারা আছেন তাঁরা তিন দিন করে শার্শা ও বাঘারপাড়া হাসপাতালে ডিউটি করেন।’
ওই চিকিৎসক কবে দেশে ফিরবেন জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, ‘ফারহানা শবনম কবে আসবেন তা সঠিক বলা যাচ্ছে না। তিনি এলে আবার মনিরামপুরে সিজার চালু হবে।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় সপ্তাহে তিন দিন সিজারিয়ান অপারেশন হতো। গেল দুই বছর ধরে সেটাও হয়নি ঠিকঠাক। করোনার মধ্যে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। হাসপাতালে অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় একপ্রকার বন্ধই ছিল নিয়মিত সিজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ধার করে এনে এ হাসপাতালে সপ্তাহে দুই দিন সিজার কার্যক্রম চলমান ছিল।
দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিন দিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। তখন থেকে সপ্তাহে দুই দিন নিয়মিত মনিরামপুর হাসপাতালে সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবার সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গত দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে তাঁদের বেসরকারি ক্লিনিক অথবা যশোর সদর হাসপাতালে ছুটতে হচ্ছে।
জানা গেছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনম ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন। এ কারণেই মনিরামপুর হাসপাতালে বর্তমানে সিজার বন্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ। তিনি চিকিৎসা নিতে ভারত গেছেন। ডা. শবনম ছুটি নিয়ে স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে নয়টি সিজার অপারেশন হয়েছে। ৮ নভেম্বরের পর থেকে সিজার বন্ধ।
উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রীর সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’
হাসান বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানোর খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভালো হতো।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিন দিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’
তিনি বলেন, ‘অন্য হাসপাতাল থেকে গাইনি চিকিৎসক আনার সুযোগ নেই। ঝিকরগাছা ও অভয়নগরে যারা আছেন তাঁরা তিন দিন করে শার্শা ও বাঘারপাড়া হাসপাতালে ডিউটি করেন।’
ওই চিকিৎসক কবে দেশে ফিরবেন জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, ‘ফারহানা শবনম কবে আসবেন তা সঠিক বলা যাচ্ছে না। তিনি এলে আবার মনিরামপুরে সিজার চালু হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে