খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহছানউল্লাহ হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। পুরো আগস্ট মাসই ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মঙ্গলবার রাতেও ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, চলতি মাসে ওই হলের ডাইনিং চালানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার রাতে খাবার হিসেবে দেওয়া হয় দুই পদের সবজি, মুরগির গলা ও চামড়া। এছাড়া ডাল সরবরাহ করা হয় নিম্নমানের। এটা দেখে তৎক্ষণাৎ ডাইনিংয়ে খেতে আসা শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ডাইনিংয়ে খেতে আসা খান বাহাদুর আহছানউল্লা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘এ মাসে ডাইনিংয়ে খুবই নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। আমাদের কাছ থেকে দুবেলা খাবারের জন্য ৬৫ টাকা করে নেওয়া হলেও খাবার দেওয়া হয়েছে নিম্নমানের।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। কয়েক দিন আগে ডাইনিংয়ে এক নোটিশে বলা হয়, ২২ থেকে ৩০ আগস্টের মধ্যে দুবার ফিস্ট খাওয়ানো হবে। ফিস্টে থাকবে খাসির মাংস, বিরিয়ানি ও মিষ্টি। কিন্তু এখনো এক দিনও ফিস্ট দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হয়েছে।’
শিক্ষার্থীরা আরও বলেন, গত শুক্রবার অতিরিক্ত ১৫ টাকা করে নেওয়া হয়। কিন্তু খাবারের মান সে অনুযায়ী ভালো ছিল না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ বলেন, ‘হলের ডাইনিং সম্পূর্ণ ছাত্রদের অর্থায়নে ও তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় চলে। আমাদের কাছেও অভিযোগ এসেছে। আমাদের একজন সহকারী প্রাধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাইনিংয়ের ম্যানেজার ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বসে আলাপ করে বিষয়টা সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে ডাইনিংয়ে খাবারের মান ভালো করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।’
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য হলের ডাইনিং ম্যানেজারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহছানউল্লাহ হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। পুরো আগস্ট মাসই ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মঙ্গলবার রাতেও ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, চলতি মাসে ওই হলের ডাইনিং চালানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার রাতে খাবার হিসেবে দেওয়া হয় দুই পদের সবজি, মুরগির গলা ও চামড়া। এছাড়া ডাল সরবরাহ করা হয় নিম্নমানের। এটা দেখে তৎক্ষণাৎ ডাইনিংয়ে খেতে আসা শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ডাইনিংয়ে খেতে আসা খান বাহাদুর আহছানউল্লা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘এ মাসে ডাইনিংয়ে খুবই নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। আমাদের কাছ থেকে দুবেলা খাবারের জন্য ৬৫ টাকা করে নেওয়া হলেও খাবার দেওয়া হয়েছে নিম্নমানের।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। কয়েক দিন আগে ডাইনিংয়ে এক নোটিশে বলা হয়, ২২ থেকে ৩০ আগস্টের মধ্যে দুবার ফিস্ট খাওয়ানো হবে। ফিস্টে থাকবে খাসির মাংস, বিরিয়ানি ও মিষ্টি। কিন্তু এখনো এক দিনও ফিস্ট দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হয়েছে।’
শিক্ষার্থীরা আরও বলেন, গত শুক্রবার অতিরিক্ত ১৫ টাকা করে নেওয়া হয়। কিন্তু খাবারের মান সে অনুযায়ী ভালো ছিল না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ বলেন, ‘হলের ডাইনিং সম্পূর্ণ ছাত্রদের অর্থায়নে ও তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় চলে। আমাদের কাছেও অভিযোগ এসেছে। আমাদের একজন সহকারী প্রাধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাইনিংয়ের ম্যানেজার ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বসে আলাপ করে বিষয়টা সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে ডাইনিংয়ে খাবারের মান ভালো করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।’
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য হলের ডাইনিং ম্যানেজারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে