কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর বয়স আনুমানিক ১৮-২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ট্রেনে কাটা পড়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে রেললাইনে মরদেহটি পড়ে থাকার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমায়। এ সময় আশিক নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘স্থানীয়রা রেললাইনের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মরদেহ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে গেছে। হয়তো ওই ট্রেনে কেটেই এ ঘটনা ঘটতে পারে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেহেতু ঘটনাটি রেললাইনে, সুতরাং আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’
ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তবে নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।’

কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর বয়স আনুমানিক ১৮-২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ট্রেনে কাটা পড়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে রেললাইনে মরদেহটি পড়ে থাকার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমায়। এ সময় আশিক নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘স্থানীয়রা রেললাইনের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মরদেহ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে গেছে। হয়তো ওই ট্রেনে কেটেই এ ঘটনা ঘটতে পারে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেহেতু ঘটনাটি রেললাইনে, সুতরাং আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’
ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তবে নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে