পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভারী বর্ষণ ও শিবসা নদীর তীব্র স্রোতে আলমতলা ও খুদখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদার বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে। গতকাল বুধবার এ ফাটল সৃষ্টি হয়। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বাড়ি-ঘরসহ, চিংড়ি ঘের, প্রতিষ্ঠান। জানমালের ক্ষতির শঙ্কায় পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে চলতি বছর জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৫২ কোটি টাকা অর্থায়নে টেন্ডার হয়ে অর্থ বরাদ্দ হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
পাইকগাছা লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জান তুহিন বলেন, শিবসা নদীর কড়ুলিয়া ও গড়ুইখালীর খুদখালী স্থানে ভাঙন কবলিত এলাকা গত ২ দিনের ভারী বৃষ্টিতে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাঁধ। দুই ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ আতঙ্কে দিন পাড় করছেন। এতে ক্ষতি হবে ঘরবাড়ি, চিংড়ি ঘের, মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলার লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালী ভাঙন কবলিত এ বাঁধ পরিদর্শন করেছেন খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন।
পাইকগাছা পাউবোর উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, পাউবোর ১০ / ১২ পোল্ডারে শিবসা নদীর ভাঙনে গড়ইখালীর খুদখালীর ৮০০ মিটার ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭০০ মিটার বেড়ি বাঁধ দীর্ঘদিনের ভাঙন কবলিত। এর মধ্যে খুদখালির ১০০ মিটার এবং আলমতলার ২০০ মিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ইতিমধ্যে লঘুচাপ ও চলিত পূর্ণিমার অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে উপজেলার হরিঢালীর মাহমুদকাটি, গদাইপুর ও রাডুলীর জেলে পল্লি কপোতাক্ষ নদের বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, এ বছর জানুয়ারিতে জাইকার ৫২ কোটি টাকা অর্থায়নে খুদখালি ও আলমতলার নদী ভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ প্রকল্পের টেন্ডার হয়। কিন্তু এ পর্যন্ত এ প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরাফাত জাহান বলেন, এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত খুদখালী ও আলমতলায় মাটি ও বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। টেন্ডারের পরে ভাঙন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুন বেড়েছে। কাজেই পাউবোর নতুন নকশা হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
খুলনা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে নকশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই প্রকৌশলী আরও বলেন, এ সময়ের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে।

খুলনার পাইকগাছায় ভারী বর্ষণ ও শিবসা নদীর তীব্র স্রোতে আলমতলা ও খুদখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদার বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে। গতকাল বুধবার এ ফাটল সৃষ্টি হয়। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বাড়ি-ঘরসহ, চিংড়ি ঘের, প্রতিষ্ঠান। জানমালের ক্ষতির শঙ্কায় পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে চলতি বছর জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৫২ কোটি টাকা অর্থায়নে টেন্ডার হয়ে অর্থ বরাদ্দ হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
পাইকগাছা লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জান তুহিন বলেন, শিবসা নদীর কড়ুলিয়া ও গড়ুইখালীর খুদখালী স্থানে ভাঙন কবলিত এলাকা গত ২ দিনের ভারী বৃষ্টিতে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাঁধ। দুই ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ আতঙ্কে দিন পাড় করছেন। এতে ক্ষতি হবে ঘরবাড়ি, চিংড়ি ঘের, মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলার লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালী ভাঙন কবলিত এ বাঁধ পরিদর্শন করেছেন খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন।
পাইকগাছা পাউবোর উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, পাউবোর ১০ / ১২ পোল্ডারে শিবসা নদীর ভাঙনে গড়ইখালীর খুদখালীর ৮০০ মিটার ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭০০ মিটার বেড়ি বাঁধ দীর্ঘদিনের ভাঙন কবলিত। এর মধ্যে খুদখালির ১০০ মিটার এবং আলমতলার ২০০ মিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ইতিমধ্যে লঘুচাপ ও চলিত পূর্ণিমার অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে উপজেলার হরিঢালীর মাহমুদকাটি, গদাইপুর ও রাডুলীর জেলে পল্লি কপোতাক্ষ নদের বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, এ বছর জানুয়ারিতে জাইকার ৫২ কোটি টাকা অর্থায়নে খুদখালি ও আলমতলার নদী ভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ প্রকল্পের টেন্ডার হয়। কিন্তু এ পর্যন্ত এ প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরাফাত জাহান বলেন, এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত খুদখালী ও আলমতলায় মাটি ও বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। টেন্ডারের পরে ভাঙন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুন বেড়েছে। কাজেই পাউবোর নতুন নকশা হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
খুলনা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে নকশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই প্রকৌশলী আরও বলেন, এ সময়ের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৩ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে