যশোর প্রতিনিধি

যশোর শহরতলির উপশহরে মধ্যরাতে এক বাড়িতে হামলা চালিয়ে যুবদল নেতার মাকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নারীর নাম নাসরিন আক্তার (৫০)। গুলিবিদ্ধ নারীর বড় ছেলে উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৩৫) এবং ছোট ছেলে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুপম হোসেন (৩২)।
গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তাঁর স্বজনেরা জানান, গতকাল মধ্যরাতে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের বড় ছেলে রুবেল হোসেন উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে রুপম হোসেন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

যশোর শহরতলির উপশহরে মধ্যরাতে এক বাড়িতে হামলা চালিয়ে যুবদল নেতার মাকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নারীর নাম নাসরিন আক্তার (৫০)। গুলিবিদ্ধ নারীর বড় ছেলে উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৩৫) এবং ছোট ছেলে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুপম হোসেন (৩২)।
গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তাঁর স্বজনেরা জানান, গতকাল মধ্যরাতে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের বড় ছেলে রুবেল হোসেন উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে রুপম হোসেন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে