খুলনা প্রতিনিধি

মেডিকেল কলেজের ছাত্রদের ওপর হামলাকারীদের আটক করার দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। অন্যদিকে হামলার প্রতিবাদে মেডিকেলের সামনের সব ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার জাতীয় শোক দিবসের কারণে কর্মসূচি শিথিল ছিল এবং বেশ কিছু চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন। তবে আগামীকাল বুধবার থেকে জোরালোভাবে কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর।
অন্যদিকে ছাত্রদের হামলায় ৪-৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন দাবি করে, হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনের বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যায় মেডিকেলের এক ছাত্র। ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে কমিশন (১০ শতাংশ) বাদ দিতে বলেন। ওষুধের দাম নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে অপমান করেন দোকানি।
তিনি আরও বলেন, এরপর বেশ কয়েকজন ছাত্র বিষয়টি জানতে সেখানে গেলে ছাত্রদের সঙ্গে ওষুধের দোকানিদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ওষুধ ব্যবসায়ীদের হামলায় ১৫-২০ জন আহত হয়। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।
এ ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি এস এম কবীর উদ্দিন বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘হামলায় আমাদের ৪-৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত, মেডিকেলের সামনের সব ওষুধের দোকান বন্ধ থাকবে।’
পরিস্থিত সম্পর্কে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি। তবে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মেডিকেল কলেজের ছাত্রদের ওপর হামলাকারীদের আটক করার দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। অন্যদিকে হামলার প্রতিবাদে মেডিকেলের সামনের সব ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার জাতীয় শোক দিবসের কারণে কর্মসূচি শিথিল ছিল এবং বেশ কিছু চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন। তবে আগামীকাল বুধবার থেকে জোরালোভাবে কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর।
অন্যদিকে ছাত্রদের হামলায় ৪-৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন দাবি করে, হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনের বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যায় মেডিকেলের এক ছাত্র। ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে কমিশন (১০ শতাংশ) বাদ দিতে বলেন। ওষুধের দাম নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে অপমান করেন দোকানি।
তিনি আরও বলেন, এরপর বেশ কয়েকজন ছাত্র বিষয়টি জানতে সেখানে গেলে ছাত্রদের সঙ্গে ওষুধের দোকানিদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ওষুধ ব্যবসায়ীদের হামলায় ১৫-২০ জন আহত হয়। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।
এ ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি এস এম কবীর উদ্দিন বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘হামলায় আমাদের ৪-৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত, মেডিকেলের সামনের সব ওষুধের দোকান বন্ধ থাকবে।’
পরিস্থিত সম্পর্কে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি। তবে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২২ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৫ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে