Ajker Patrika

বাগেরহাটে প্রতারণার দায়ে একজনের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রতারণার দায়ে একজনের কারাদণ্ড

বাগেরহাটে জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জিল্লুর রহমান মালঙ্গী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত জিল্লুর রহমান মালঙ্গী বাগেরহাটের রামপাল উপজেলা হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার রোহান সরকার বলেন, ‘অহেতুক জেলা প্রশাসকের চত্বরে ঘোরা-ফেরা করছিল জিল্লুর রহমান মালঙ্গী। সন্দেহবশত তাঁকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। একপর্যায়ে অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে আল মিরন, কামাল হোসেনসহ অন্তত ৮ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেন তিনি। এরপর থেকে চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলেন ক্ষতিগ্রস্তরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত